বেশির ভাগ শেয়ারের দর বেড়ে চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক

উল্লেখিত সময় পর্যন্ত ডিএসই-এক্স সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬৭ পয়েন্টে, ডিএসই-এস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১১ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করছিল।
এ সময় পর্যন্ত ডিএসইতে ৮১৭ কোটি টাকারও বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রোববার বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধিতে লেনদেন চলছে।
দুপুর দেড়টা পর্যন্ত সিএসইতে মোট ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়ে ১৩০টির ও দর কমে ৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। আর অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।
বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধিতে ডিএসইর মতো সিএসইতেও সবগুলো সূচকে ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা যাচ্ছে।
দুপুর দেড়টা পর্যন্ত সিএসই-৫০ সূচক আগের দিনের ১ হাজার ৩১১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৬০ পয়েন্টে, সিএসই-এক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮০৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮৭৩ পয়েন্টে ও সিএসআই সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছিল।
উল্লেখিত সময় পর্যন্ত সিএসইতে ৬২ কোটি টাকারও বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।
বিডিপ্রেস/মিঠু
এ সম্পর্কিত অন্যান্য খবর

বেশির ভাগ শেয়ারের দর বেড়ে চলছে লেনদেন

উল্লেখিত সময় পর্যন্ত ডিএসই-এক্স সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৬৭ পয়েন্টে, ডিএসই-এস সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩১১ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করছিল।
এ সময় পর্যন্ত ডিএসইতে ৮১৭ কোটি টাকারও বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) রোববার বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধিতে লেনদেন চলছে।
দুপুর দেড়টা পর্যন্ত সিএসইতে মোট ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়ে ১৩০টির ও দর কমে ৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। আর অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।
বেশির ভাগ শেয়ারের দরবৃদ্ধিতে ডিএসইর মতো সিএসইতেও সবগুলো সূচকে ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা যাচ্ছে।
দুপুর দেড়টা পর্যন্ত সিএসই-৫০ সূচক আগের দিনের ১ হাজার ৩১১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭৬০ পয়েন্টে, সিএসই-এক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৮০৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৮৭৩ পয়েন্টে ও সিএসআই সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছিল।
উল্লেখিত সময় পর্যন্ত সিএসইতে ৬২ কোটি টাকারও বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।
বিডিপ্রেস/মিঠু