BDpress

অক্সফোর্ড অভিধানে নতুন যুক্ত হলো যেসব ‘বাংলা’ শব্দ

বিডিপ্রেস ডেস্ক

অ+ অ-
অক্সফোর্ড অভিধানে নতুন যুক্ত হলো যেসব ‘বাংলা’ শব্দ
ভাষা মানুষের মধ্যে যোগাযোগের অন্যতম উপায়। পৃথিবীর নানা অঞ্চলে নানা ভাষা প্রচলিত। এত সব ভাষার মধ্যে কিছু কিছু শব্দ আবার ঢুকে পরে এক ভাষা থেকে অন্য ভাষায়। এভাবেই ভাষার বিবর্তন ঘটতে থাকে। যে সব শব্দ তার নিজস্ব অঞ্চল ছাড়াও বিশ্বব্যাপী নানা অঞ্চলের মানুষের কাছে সহজেই গ্রহণযোগ্য ও বোধগম্য সেসব শব্দগুলো স্থান করে নেয় অভিধানে। অক্সফোর্ড ইংলিশ অভিধান বিশ্বজুড়ে শব্দের এই বৈচিত্রর সঙ্গে নিজেদের সমৃদ্ধ করেছে।

এরই ধারাবাহিকতায় অক্সফোর্ডের এই অভিধানের দ্বিতীয় সংস্করণে নতুন ৬০০টি শব্দ এবং শব্দবন্ধ স্থান পেয়েছে। যার মধ্যে বাংলাদেশ ও এই অঞ্চলে প্রচলিত শব্দ রয়েছে ছয়টি। চানা ডাল, চাটনি, পাপড়, গরম মশলা, ঘি এবং ভেলপুরির মতো শব্দ অক্সফোর্ডের অভিধানে স্থান পেয়েছে।

অক্সফোর্ডের নতুন সংস্করণে জায়গা পাওয়া- চানা ডাল, চাটনি, ঘি এবং ভেলপুরি হিন্দি ভাষা থেকে বাংলায়ে এসেছে। গরম মশলা উর্দু থেকে আসা শব্দ এবং পাপড় তামিল ভাষা থেকে এসে বাংলায় স্থান করে নেয়।

১৮৫৭ সালে শুরু। প্রতি বছর গড়ে এই অভিধানে ১ হাজার শব্দ যোগ হয়। পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে অক্সফোর্ড নিয়ম করে অভিধানে কিছু নতুন শব্দ যোগ করে। আবার কিছু শব্দ বাদ দেয়। এভাবে প্রায় ১৬০ বছরে অক্সফোর্ড অভিধানে শব্দ সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৪৭৬টিতে। আবার এই সময়ে বাদ গেছে ৪৭ হাজার ১৫৬টি শব্দ।

বিডিপ্রেস/মিঠু

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

অক্সফোর্ড অভিধানে নতুন যুক্ত হলো যেসব ‘বাংলা’ শব্দ


অক্সফোর্ড অভিধানে নতুন যুক্ত হলো যেসব ‘বাংলা’ শব্দ

এরই ধারাবাহিকতায় অক্সফোর্ডের এই অভিধানের দ্বিতীয় সংস্করণে নতুন ৬০০টি শব্দ এবং শব্দবন্ধ স্থান পেয়েছে। যার মধ্যে বাংলাদেশ ও এই অঞ্চলে প্রচলিত শব্দ রয়েছে ছয়টি। চানা ডাল, চাটনি, পাপড়, গরম মশলা, ঘি এবং ভেলপুরির মতো শব্দ অক্সফোর্ডের অভিধানে স্থান পেয়েছে।

অক্সফোর্ডের নতুন সংস্করণে জায়গা পাওয়া- চানা ডাল, চাটনি, ঘি এবং ভেলপুরি হিন্দি ভাষা থেকে বাংলায়ে এসেছে। গরম মশলা উর্দু থেকে আসা শব্দ এবং পাপড় তামিল ভাষা থেকে এসে বাংলায় স্থান করে নেয়।

১৮৫৭ সালে শুরু। প্রতি বছর গড়ে এই অভিধানে ১ হাজার শব্দ যোগ হয়। পাঠকদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে অক্সফোর্ড নিয়ম করে অভিধানে কিছু নতুন শব্দ যোগ করে। আবার কিছু শব্দ বাদ দেয়। এভাবে প্রায় ১৬০ বছরে অক্সফোর্ড অভিধানে শব্দ সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৪৭৬টিতে। আবার এই সময়ে বাদ গেছে ৪৭ হাজার ১৫৬টি শব্দ।

বিডিপ্রেস/মিঠু