BDpress

ফায়ারফক্সে নতুন সুবিধা

বিডিপ্রেস ডেস্ক

অ+ অ-
ফায়ারফক্সে নতুন সুবিধা
প্রতিনিয়তই নতুন নতুন সুবিধা নিয়ে আসছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবার ওয়েব ব্রাউজার ‘মজিল্লা ফায়ারফক্স’ নিয়ে আসছে ফাইল শেয়ারিং ও ভয়েস সার্চের সুবিধা। জানা গেছে, একে অন্যের কাছে বড় আকারের ফাইল বিনিময়ের পাশাপাশি মুখের কথায় বিভিন্ন তথ্যের খোঁজ মিলবে ফায়ারফক্স ব্রাউজারে। এ ছাড়া প্রয়োজনে বিভিন্ন তথ্য নোট করেও রাখা যাবে।

ইতোমধ্যে ব্রাউজারে ব্যবহার উপযোগী ফাইল শেয়ারিং, ভয়েস সার্চ ও নোট রাখার টুল তৈরি করেছে মজিলা কর্তৃপক্ষ। বেশ কিছুু ফায়ারফক্স ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে টুলগুলো ব্যবহারের সুযোগও দিচ্ছে তারা।

নতুন এ সুবিধা চালু হলে ফায়ারফক্স ব্রাউজারের সাহায্যে এক গিগাবাইট (জিবি) পর্যন্ত ফাইল লিংক আকারে বিনিময় করা যাবে। লিংকগুলোতে ক্লিক করলেই পুরো ফাইল ডাউনলোড হবে।

কর্তৃপক্ষ বলছে, ফাইলগুলো এনক্রিপ্টেড আকারে বিনিময় হওয়ায় তথ্যও থাকবে নিরাপদ। শুধু তা’ই নয়, একবার ডাউনলোড করলেই শেয়ার করা লিংকগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট (মুছে) হয়ে যাবে।

বিডিপ্রেস/মিঠু

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

ফায়ারফক্সে নতুন সুবিধা


ফায়ারফক্সে নতুন সুবিধা

ইতোমধ্যে ব্রাউজারে ব্যবহার উপযোগী ফাইল শেয়ারিং, ভয়েস সার্চ ও নোট রাখার টুল তৈরি করেছে মজিলা কর্তৃপক্ষ। বেশ কিছুু ফায়ারফক্স ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে টুলগুলো ব্যবহারের সুযোগও দিচ্ছে তারা।

নতুন এ সুবিধা চালু হলে ফায়ারফক্স ব্রাউজারের সাহায্যে এক গিগাবাইট (জিবি) পর্যন্ত ফাইল লিংক আকারে বিনিময় করা যাবে। লিংকগুলোতে ক্লিক করলেই পুরো ফাইল ডাউনলোড হবে।

কর্তৃপক্ষ বলছে, ফাইলগুলো এনক্রিপ্টেড আকারে বিনিময় হওয়ায় তথ্যও থাকবে নিরাপদ। শুধু তা’ই নয়, একবার ডাউনলোড করলেই শেয়ার করা লিংকগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট (মুছে) হয়ে যাবে।

বিডিপ্রেস/মিঠু