BDpress

মা ও ভাগনিকে গলাকেটে ‘হত্যা’

জেলা প্রতিনিধি

অ+ অ-
মা ও ভাগনিকে গলাকেটে ‘হত্যা’
বোয়ালমারী শহরের বড় কামারগ্রামে নিজের মা ও আপন ভাগনিকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ হয়েছে শ্রীকান্ত কুমার শিশির (৩৫) নামের একজন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শিশিরের মা কমলা রানী (৬০) ও ভাগনি শ্রাবন্তী (৪)। তাদের হত্যার পর শিশির নিজেও গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পুলিশ আহত শিশিরকে চিকিত্সার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করে পাহারায় রেখেছে।

ঘাতক শিশিরের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার খালিশপুর গ্রামে। শিশির একটি পণ্য বিপণনকারী কোম্পানির এসআর হিসেবে বোয়ালমারীতে চাকরি করতো। সেই সুবাদে গত ৫/৬ মাস যাবত উপজেলার বড় কামারগ্রামের বিভুতি ভুষণ সাহার বাড়িতে মা ও ভাগনিকে নিয়ে ভাড়া থাকত। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

বিডিপ্রেস/মিঠু

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

মা ও ভাগনিকে গলাকেটে ‘হত্যা’


মা ও ভাগনিকে গলাকেটে ‘হত্যা’

নিহতরা হলেন— শিশিরের মা কমলা রানী (৬০) ও ভাগনি শ্রাবন্তী (৪)। তাদের হত্যার পর শিশির নিজেও গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পুলিশ আহত শিশিরকে চিকিত্সার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করে পাহারায় রেখেছে।

ঘাতক শিশিরের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার খালিশপুর গ্রামে। শিশির একটি পণ্য বিপণনকারী কোম্পানির এসআর হিসেবে বোয়ালমারীতে চাকরি করতো। সেই সুবাদে গত ৫/৬ মাস যাবত উপজেলার বড় কামারগ্রামের বিভুতি ভুষণ সাহার বাড়িতে মা ও ভাগনিকে নিয়ে ভাড়া থাকত। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

বিডিপ্রেস/মিঠু