BDpress

কেইজেডএল-পিডাব্লিওসি চুক্তি

নিজস্ব প্রতিবেদক

অ+ অ-
কেইজেডএল-পিডাব্লিওসি চুক্তি
বিশ্বখ্যাত বিশেষজ্ঞ পরামর্শদাতা প্রতিষ্ঠান পিডাব্লিওসি বাংলাদেশ প্রাইভেট লি. এর সঙ্গে সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে নিটল-নিলয় গ্রুপের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট কিশোরগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড (কেইজেডএল)।

সোমবার রাজধানীর মহাখালীতে নিটল-নিলয় গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

কেইজেডএল’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ এবং পিডাব্লিওসি’র ব্যবস্থাপনা সহযোগী মামুন রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

চুক্তির আওতায় পিডাব্লিওসি কেইজেডএলকে ফিসিবিলিটি স্টাডি, মাস্টার প্ল্যান এবং ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে ৯২ একর জমির ওপর নির্মিতব্য এই অর্থনৈতিক অঞ্চলের কাজ খুব দ্রতগতিতে এগিয়ে চলছে।

অনুষ্ঠানে আবদুল মাতলুব আহমাদ বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করে বলেন, কেইজেড শিল্প-কারখানার উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

-প্রেস বিজ্ঞপ্তি

বিডিপ্রেস/আরজে


এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

কেইজেডএল-পিডাব্লিওসি চুক্তি


কেইজেডএল-পিডাব্লিওসি চুক্তি

সোমবার রাজধানীর মহাখালীতে নিটল-নিলয় গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

কেইজেডএল’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুসাব্বির আহমেদ এবং পিডাব্লিওসি’র ব্যবস্থাপনা সহযোগী মামুন রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

চুক্তির আওতায় পিডাব্লিওসি কেইজেডএলকে ফিসিবিলিটি স্টাডি, মাস্টার প্ল্যান এবং ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে ৯২ একর জমির ওপর নির্মিতব্য এই অর্থনৈতিক অঞ্চলের কাজ খুব দ্রতগতিতে এগিয়ে চলছে।

অনুষ্ঠানে আবদুল মাতলুব আহমাদ বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করে বলেন, কেইজেড শিল্প-কারখানার উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

-প্রেস বিজ্ঞপ্তি

বিডিপ্রেস/আরজে