BDpress

নেপালে মিমের ‘ইয়েতি অভিযান’

বিনোদন ডেস্ক

অ+ অ-
নেপালে মিমের ‘ইয়েতি অভিযান’
বিদ্যা সিনহা মিম অভিনীত ভারতীয় চলচ্চিত্র ‘ইয়েতি অভিযান’ মুক্তি দেওয়া হচ্ছে নেপালে। দেশটির প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে ২২ সেপ্টেম্বর ছবিটি পাচ্ছে। একই দিন পশ্চিমবঙ্গেও মুক্তি দেওয়া হবে ছবিটি। বৃহস্পতিবার পরিচালক সৃজিত মুখার্জি এক ফেসবুক পোস্টে এতথ্য জানিয়েছেন। এর আগে নেপালি ভাষায় ডাব করা হয় ছবিটি।

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের তৃতীয় বই ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ উপন্যাস নিয়ে তৈরি হয়েছে ‘ইয়েতি অভিযান’।

সৃজিত মুখার্জি এ ছবিতে ‘কাকাবাবু’ চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। আর মিম অভিনয় করেছেন ‘চিত্রাঙ্গদা ভর্মা’ নামের নেতিবাচক চরিত্রে।

এতে আরও অভিনয় করেছেন ভারতের যিশু সেনগুপ্ত ও আরিয়ান ভৌমিক এবং বাংলাদেশের ফেরদৌস।

বিডিপ্রেস/মিঠু

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

নেপালে মিমের ‘ইয়েতি অভিযান’


নেপালে মিমের ‘ইয়েতি অভিযান’

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের তৃতীয় বই ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ উপন্যাস নিয়ে তৈরি হয়েছে ‘ইয়েতি অভিযান’।

সৃজিত মুখার্জি এ ছবিতে ‘কাকাবাবু’ চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। আর মিম অভিনয় করেছেন ‘চিত্রাঙ্গদা ভর্মা’ নামের নেতিবাচক চরিত্রে।

এতে আরও অভিনয় করেছেন ভারতের যিশু সেনগুপ্ত ও আরিয়ান ভৌমিক এবং বাংলাদেশের ফেরদৌস।

বিডিপ্রেস/মিঠু