BDpress

সমাজসেবা আর সাফল্যের পুরস্কার পেলেন সালমান

বিনোদন ডেস্ক

অ+ অ-
সমাজসেবা আর সাফল্যের পুরস্কার পেলেন সালমান
চলচ্চিত্রে অভাবনীয় সাফল্য ও সমাজসেবামূলক কাজের জন্য ব্রিটিশ সংসদের ‘গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড-২০১৭’‍-তে সম্মানিত হলেন বলিউড অভিনেতা সলমান খান। ব্রিটিশ সাংসদ কিথ ভেজ, সলমানের হাতে এই পুরস্কার তুলে দেন। মূলত, বিশ্বব্যাপী সালমানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘Being Human’র কাজের জন্যই বজরাঙ্গি ভাইজানকে সম্মানিত করা হয়েছে। গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন।

সেখানে সালমান বলেন, ‘এটি সত্যিই খুব সম্মানের। তবে আমার বাবা বিশ্বাসই করবেন না ‌যে আমি এটা পেরেছি। যারা আমায় এই ভালোবাসা ও সম্মান দিয়েছেন তাদের ধন্যবাদ।’

এর আগে এ পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, অ্যাকশন তারকা জ্যাকি চ্যান, ফরমুলা ওয়ান রেসার লুইস হ্যামিল্টন প্রমুখ।

সম্প্রতি দুবাইতে আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির দৃশ্য ধারণ শেষ করেছেন সালমান। এর পরই দাবাং ট্যুরে অংশ নিতে যুক্তরাষ্ট্রে চলে যান বলিউডের এই সুপারস্টার। সেখানে তার সঙ্গে আরও আছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ, জ্যাকুলিন ফার্নান্দেজ, অভিনেতা সুরজ পাঞ্চোলি, নৃত্য পরিচালক প্রভুদেবা।
 

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

সমাজসেবা আর সাফল্যের পুরস্কার পেলেন সালমান


সমাজসেবা আর সাফল্যের পুরস্কার পেলেন সালমান

সেখানে সালমান বলেন, ‘এটি সত্যিই খুব সম্মানের। তবে আমার বাবা বিশ্বাসই করবেন না ‌যে আমি এটা পেরেছি। যারা আমায় এই ভালোবাসা ও সম্মান দিয়েছেন তাদের ধন্যবাদ।’

এর আগে এ পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, অ্যাকশন তারকা জ্যাকি চ্যান, ফরমুলা ওয়ান রেসার লুইস হ্যামিল্টন প্রমুখ।

সম্প্রতি দুবাইতে আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির দৃশ্য ধারণ শেষ করেছেন সালমান। এর পরই দাবাং ট্যুরে অংশ নিতে যুক্তরাষ্ট্রে চলে যান বলিউডের এই সুপারস্টার। সেখানে তার সঙ্গে আরও আছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ, জ্যাকুলিন ফার্নান্দেজ, অভিনেতা সুরজ পাঞ্চোলি, নৃত্য পরিচালক প্রভুদেবা।