BDpress

মা হলেন অভিনেত্রী সোহা

বিনোদন ডেস্ক

অ+ অ-
মা হলেন অভিনেত্রী সোহা
মা হলেন বলিউড অভিনেত্রী সোহা আলী খান। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ২৯ সেপ্টেম্বর সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে মেয়ের জন্মের খবরটি জানিয়েছেন সোহার স্বামী অভিনেতা কুনাল খেমু। এটি এ দম্পতির প্রথম সন্তান। টুইটারে ৩৪ বছর বয়সি কুনাল লেখেন, ‘আমরা খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, এই শুভ দিনে আমরা একটি কন্যা সন্তানের সৌভাগ্য অর্জন করেছি। সবার আশীর্বাদ ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’

২০১৪ সালে বাগদান সারেন সোহা ও কুনাল। এরপর ২০১৫ সালের ২৫ জানুয়ারি মুম্বাইয়ে বিয়ে করেন তারা। গত এপ্রিলে সোহার মা হওয়ার খবরটি জানিয়ে কুনাল খেমু টুইটারে লিখেছিলেন ‘এ বছরের শেষে সোহা ও আমার জয়েন্ট প্রোডাকশন আসছে-আমাদের প্রথম সন্তান! আমরা খুবই খুশি এবং আপনাদের শুভ কামনার জন্য ধন্যবাদ।’

অভিনয়ের দিক থেকে সোহা আলী খানকে সর্বশেষ দেখা গেছে থার্টি ফাস্ট অক্টোবর সিনেমায়। অন্যদিকে কয়েকদিন পরই মুক্তি পাচ্ছে কুনালের গোলমাল এগেইন।

বিডিপ্রেস/মিঠু

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

মা হলেন অভিনেত্রী সোহা


মা হলেন অভিনেত্রী সোহা

২০১৪ সালে বাগদান সারেন সোহা ও কুনাল। এরপর ২০১৫ সালের ২৫ জানুয়ারি মুম্বাইয়ে বিয়ে করেন তারা। গত এপ্রিলে সোহার মা হওয়ার খবরটি জানিয়ে কুনাল খেমু টুইটারে লিখেছিলেন ‘এ বছরের শেষে সোহা ও আমার জয়েন্ট প্রোডাকশন আসছে-আমাদের প্রথম সন্তান! আমরা খুবই খুশি এবং আপনাদের শুভ কামনার জন্য ধন্যবাদ।’

অভিনয়ের দিক থেকে সোহা আলী খানকে সর্বশেষ দেখা গেছে থার্টি ফাস্ট অক্টোবর সিনেমায়। অন্যদিকে কয়েকদিন পরই মুক্তি পাচ্ছে কুনালের গোলমাল এগেইন।

বিডিপ্রেস/মিঠু