কেমন হবে নকিয়ার নতুন স্মার্টফোন?
বিডিপ্রেস ডেস্ক

নকিয়া ৯ স্মার্টফোন সম্প্রতি বাজারে আসা মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন ৮ সিরিজের মতো হতে পারে। এর পেছনে গ্লাস বা কাচ ব্যবহৃত হবে। প্রিমিয়াম ফোন হিসেবে ৩ দশমিক ৫ মিলিমিটার অডিও জ্যাক বাদ দিচ্ছে এইচএমডি গ্লোবাল। সম্প্রতি গুগলের ঘোষণা দেওয়া পিক্সেল স্মার্টফোনেও অডিও জ্যাক বাদ দেওয়া হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নকিয়া ৯ স্মার্টফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
নকিয়া ৯ স্মার্টফোনটি ৬ জিবি ও ৮ জিবি র্যামের দুটি সংস্করণে পাওয়া যাবে। এ ছাড়া আইপি ৬৮ সনদ থাকায় ফোনটি ধুলা ও পানিরোধী। এতে ১২৮ জিবি বিল্টইন স্টোরেজ থাকবে। নকিয়া ৯ স্মার্টফোনটিতে আইরিশ স্ক্যানার থাকতে পারে বলেও তথ্য ফাঁস হয়েছে।
অ্যাপল ও স্যামসাংয়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নকিয়া ৯ স্মার্টফোনটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে এইচএমডির। এর দাম হতে পারে ৭৫০ ইউরো। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লের ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট থাকতে পারে।
তথ্যসূত্র: এনডিটিভি
বিডিপ্রেস/মিঠু
এ সম্পর্কিত অন্যান্য খবর

কেমন হবে নকিয়ার নতুন স্মার্টফোন?

নকিয়া ৯ স্মার্টফোন সম্প্রতি বাজারে আসা মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন ৮ সিরিজের মতো হতে পারে। এর পেছনে গ্লাস বা কাচ ব্যবহৃত হবে। প্রিমিয়াম ফোন হিসেবে ৩ দশমিক ৫ মিলিমিটার অডিও জ্যাক বাদ দিচ্ছে এইচএমডি গ্লোবাল। সম্প্রতি গুগলের ঘোষণা দেওয়া পিক্সেল স্মার্টফোনেও অডিও জ্যাক বাদ দেওয়া হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নকিয়া ৯ স্মার্টফোনটির পেছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।
নকিয়া ৯ স্মার্টফোনটি ৬ জিবি ও ৮ জিবি র্যামের দুটি সংস্করণে পাওয়া যাবে। এ ছাড়া আইপি ৬৮ সনদ থাকায় ফোনটি ধুলা ও পানিরোধী। এতে ১২৮ জিবি বিল্টইন স্টোরেজ থাকবে। নকিয়া ৯ স্মার্টফোনটিতে আইরিশ স্ক্যানার থাকতে পারে বলেও তথ্য ফাঁস হয়েছে।
অ্যাপল ও স্যামসাংয়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নকিয়া ৯ স্মার্টফোনটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে এইচএমডির। এর দাম হতে পারে ৭৫০ ইউরো। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লের ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট থাকতে পারে।
তথ্যসূত্র: এনডিটিভি
বিডিপ্রেস/মিঠু