BDpress

ইউরোপের ‘ভবঘুরে’ পূর্ণিমা

বিনোদন ডেস্ক

অ+ অ-
ইউরোপের ‘ভবঘুরে’ পূর্ণিমা
অনেক দিন হলো নিজেকে চলচ্চিত্র থেকে দূরে চিত্রনায়িকা পূর্ণিমা। নাটক, বিজ্ঞাপন ও উপস্থাপনায় তাকে দেখা গেলেও চলচ্চিত্রে একদমই উনুপস্থিত ছিলেন তিনি। মাঝে শোনা গিয়েছিল নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে কলকাতার সুপারস্টার প্রসেনজিতের বিপরীতে জুটি বাঁধবেন এ নায়িকা। কিন্তু পরবর্তীতেন প্রসেনজিতের চরিত্রটিতে আলমগীরের অভিনয়ের কথা শুনে ছবিটি থেকে নিজেকে গুটিয়ে নেন পূর্ণিমা।

এবার চলচ্চিত্রে অভিনয়ের বিরতির অবসান হচ্ছে এ নায়িকার। নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। নাম ‘ভবঘুরে’। ছবিটি পরিচালনা করবেন স্বপন আহমেদ। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এ ছবির চিত্রায়ণ শুরু হবে।

পূর্ণিমা বলেন, আমার অভিনীত ‘মনের মাঝে তুমি’ ছবির পুরো চিত্রায়ণ দেশের বাইরে হয়েছিল। এবারের ছবির গল্পটি ইউরোপের। আমার নতুন ছবির নাম ‘ভবঘুরে’। ইউরোপের শহর ফ্রান্সে বেড়ে ওঠা একটি মেয়ের চরিত্রে অভিনয় করবো। অনেক সুন্দর একটি কাহিনী। নভেম্বরের প্রথম সপ্তাহের পর ইউরোপে এ ছবির শুটিং শুরু হবে।

বিডিপ্রেস/মিঠু

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

ইউরোপের ‘ভবঘুরে’ পূর্ণিমা


ইউরোপের ‘ভবঘুরে’ পূর্ণিমা

এবার চলচ্চিত্রে অভিনয়ের বিরতির অবসান হচ্ছে এ নায়িকার। নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। নাম ‘ভবঘুরে’। ছবিটি পরিচালনা করবেন স্বপন আহমেদ। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এ ছবির চিত্রায়ণ শুরু হবে।

পূর্ণিমা বলেন, আমার অভিনীত ‘মনের মাঝে তুমি’ ছবির পুরো চিত্রায়ণ দেশের বাইরে হয়েছিল। এবারের ছবির গল্পটি ইউরোপের। আমার নতুন ছবির নাম ‘ভবঘুরে’। ইউরোপের শহর ফ্রান্সে বেড়ে ওঠা একটি মেয়ের চরিত্রে অভিনয় করবো। অনেক সুন্দর একটি কাহিনী। নভেম্বরের প্রথম সপ্তাহের পর ইউরোপে এ ছবির শুটিং শুরু হবে।

বিডিপ্রেস/মিঠু