BDpress

শাকের আঁটিও ৫০ টাকা!

নিজস্ব প্রতিবেদক

অ+ অ-
শাকের আঁটিও ৫০ টাকা!
কয়েক সপ্তাহ ধরেই সবজির বাজারদর আকাশচুম্বী। দামের এই প্রভাব পড়েছে এবার শাকের উপরও। প্রতিটি কুমড়ার শাকের আঁটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচাবাজারে। এছাড়া অন্যন্যা শাকের আঁটিও ২০ টাকার কমে মিলছে না শুক্রবার (১০ নভেম্বর) সকালে নগরীর চকবাজার কাঁচাবাজার ও রিয়াজউদ্দিন বাজারের পাশে শাকের আঁটির এমন দরদামই দেখা গেছে।বাজারে লাউ শাকের আঁটি ৩০ টাকা, মূলা শাক ২৫, নারি শাক ২০, কলমি শাক ২০, পুঁই শাক ৩০ ও লাল শাকের আঁটি ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

রিকশাচালক মো.জসিম উদ্দিন। রাস্তার পাশে হরেক রকমের মৌসুমি শাক বিক্রি করতে দেখে জানতে চাইলেন শাকের আঁটির দাম। কিন্তু দাম শুনে হতভম্ব জসিমের মুখ থেকে বের হয় হলো-‘এতো দাম !’

দিনমজুর সৈয়দ মিয়া বলেন, ‘৫০ টাকায় শাকের আঁটি! ভাবা যায় ? আমাদের গ্রামের জমি একসময় শাক সবজিতে ভরপুর ছিল। নিজেরা খেতাম, অন্যদেরও খাওয়ার জন্য দিতাম।’

শাক বিক্রেতা আবুল কাশেম  বলেন, ‘শাকগুলো খুলশী এলাকার। সকালে কিনে এনেছি। কুমড়ার শাকের এক আঁটিতেই পরিমাণে অনেক বেশি আছে। তাই ৫০ টাকা। অন্যান্য শাকও কিনতে হয়েছে ১৫-২০ টাকায়। তাই ৫ টাকা লাভে বিক্রি করছি।’

এদিকে বাজারে কয়েকটি সবজির দাম ১০ টাকা কমলেও অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে। ফুলকপি কেজিতে গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৮০ টাকা। এই সপ্তাহে তা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। মূলা গত সপ্তাহে ৫০ টাকা ছিল, এই সপ্তাহে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যন্যা সবজির দাম স্থিতিশীল রয়েছে।

টমেটো ১২০ টাকা, গাজর ৮০ টাকা, আলু ১৮ টাকা, কচুর ছরা ৩০, মরিচ ১২০, শসা ২৫, মিষ্টি কুমড়া ৫০, ঢেঁড়স ৫০ ও ঝিঙ্গা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।


এদিকে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম ১৫ টাকা বেড়ে এই সপ্তাহে কেজিতে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। এছাড়া দেশি মুরগি ৩৬০ ও পাকিস্তানি মুরগি ২১০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মাছের বাজারে দাম স্থিতিশীল রয়েছে। পুকুরের কাতলা মাছ (বড়) ৪০০, রুই (আকারে বড়) ৩৫০, চিংড়ি মাছ (বড় ও মাঝারি) ৪০০, ৮০০ ও ১২০০ টাকা, মলা মাছ ১৮০, লইট্টা ১২০, বাটা মাছ ৪০০, কোরাল ৪০০, কই ৪০০ ও কেঁচকি মাছ ২০০ টাকায় বিক্রি হচ্ছে

বিডিপ্রেস/মিঠু 

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

শাকের আঁটিও ৫০ টাকা!


শাকের আঁটিও ৫০ টাকা!

রিকশাচালক মো.জসিম উদ্দিন। রাস্তার পাশে হরেক রকমের মৌসুমি শাক বিক্রি করতে দেখে জানতে চাইলেন শাকের আঁটির দাম। কিন্তু দাম শুনে হতভম্ব জসিমের মুখ থেকে বের হয় হলো-‘এতো দাম !’

দিনমজুর সৈয়দ মিয়া বলেন, ‘৫০ টাকায় শাকের আঁটি! ভাবা যায় ? আমাদের গ্রামের জমি একসময় শাক সবজিতে ভরপুর ছিল। নিজেরা খেতাম, অন্যদেরও খাওয়ার জন্য দিতাম।’

শাক বিক্রেতা আবুল কাশেম  বলেন, ‘শাকগুলো খুলশী এলাকার। সকালে কিনে এনেছি। কুমড়ার শাকের এক আঁটিতেই পরিমাণে অনেক বেশি আছে। তাই ৫০ টাকা। অন্যান্য শাকও কিনতে হয়েছে ১৫-২০ টাকায়। তাই ৫ টাকা লাভে বিক্রি করছি।’

এদিকে বাজারে কয়েকটি সবজির দাম ১০ টাকা কমলেও অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে। ফুলকপি কেজিতে গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৮০ টাকা। এই সপ্তাহে তা বিক্রি হচ্ছে ৭০ টাকায়। মূলা গত সপ্তাহে ৫০ টাকা ছিল, এই সপ্তাহে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যন্যা সবজির দাম স্থিতিশীল রয়েছে।

টমেটো ১২০ টাকা, গাজর ৮০ টাকা, আলু ১৮ টাকা, কচুর ছরা ৩০, মরিচ ১২০, শসা ২৫, মিষ্টি কুমড়া ৫০, ঢেঁড়স ৫০ ও ঝিঙ্গা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।


এদিকে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম ১৫ টাকা বেড়ে এই সপ্তাহে কেজিতে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। এছাড়া দেশি মুরগি ৩৬০ ও পাকিস্তানি মুরগি ২১০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে মাছের বাজারে দাম স্থিতিশীল রয়েছে। পুকুরের কাতলা মাছ (বড়) ৪০০, রুই (আকারে বড়) ৩৫০, চিংড়ি মাছ (বড় ও মাঝারি) ৪০০, ৮০০ ও ১২০০ টাকা, মলা মাছ ১৮০, লইট্টা ১২০, বাটা মাছ ৪০০, কোরাল ৪০০, কই ৪০০ ও কেঁচকি মাছ ২০০ টাকায় বিক্রি হচ্ছে

বিডিপ্রেস/মিঠু