BDpress

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প : খালেদা জিয়ার শোক

নিজস্ব প্রতিবেদক

অ+ অ-
ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প : খালেদা জিয়ার শোক
ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তিন শতাধিক মানুষের মৃত্যু ও দেড় হাজারের বেশি মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘ইরাক ও ইরানের সীমান্তে প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া এলাকায় মানুষের ব্যাপক ক্ষয়-ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানবাসীর সঙ্গে সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। তাদের এ বিপদের সময়ে বাংলাদেশের মানুষও তাদের পাশে থাকবে’।

তিনি বলেন, ‘আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানবাসীকে এ বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন। প্রলয়ংকারী ভূমিকম্পে বিপর্যস্ত সংশ্লিষ্ট এলাকার মানুষ এ ধ্বংসাবশেষ থেকে আবারও নতুন উদ্যমে জীবনপ্রবাহ সচল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি’।

খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানের সীমান্তবর্তী মানুষের প্রতি এ দু:সময়ে জানাচ্ছে গভীর সহানুভূতি। আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের উদ্ধার ও সহযোগিতার জন্য আমি বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি’।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প : খালেদা জিয়ার শোক


ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প : খালেদা জিয়ার শোক

সোমবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘ইরাক ও ইরানের সীমান্তে প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া এলাকায় মানুষের ব্যাপক ক্ষয়-ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানবাসীর সঙ্গে সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি। তাদের এ বিপদের সময়ে বাংলাদেশের মানুষও তাদের পাশে থাকবে’।

তিনি বলেন, ‘আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি তিনি যেন ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানবাসীকে এ বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন। প্রলয়ংকারী ভূমিকম্পে বিপর্যস্ত সংশ্লিষ্ট এলাকার মানুষ এ ধ্বংসাবশেষ থেকে আবারও নতুন উদ্যমে জীবনপ্রবাহ সচল করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি’।

খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইরাক ও ইরানের সীমান্তবর্তী মানুষের প্রতি এ দু:সময়ে জানাচ্ছে গভীর সহানুভূতি। আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের উদ্ধার ও সহযোগিতার জন্য আমি বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি’।

বিডিপ্রেস/আরজে