BDpress

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

জেলা প্রতিবেদক

অ+ অ-
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (২৮) নামে এক মাছের আড়তের ব্যবস্থাপক নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত তিনটায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আশরাফুল নামে পিকআপভ্যানের এক চালক।

নিহত রফিকুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার ছদর মোল্লার ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া জানান, রাতে একটি পিকআপভ্যান ভর্তি মাছ নিয়ে নাটোর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাছের আড়তে যাচ্ছিলেন রফিকুল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় পিকআপভ্যানের পেছনে শব্দ শুনতে পেয়ে চালক আশরাফুল গাড়ি থামান। এসময় ডাকাতরা রুফিকুলকে ছুরিকাঘাত এবং আশরাফুলকে বেদম মারধর করে পিকআপভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়।

ওসি আরো জানান, ইতোমধ্যে মাছসহ পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বিডিপ্রেস/আলীএ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত


ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

নিহত রফিকুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার ছদর মোল্লার ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া জানান, রাতে একটি পিকআপভ্যান ভর্তি মাছ নিয়ে নাটোর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাছের আড়তে যাচ্ছিলেন রফিকুল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় পিকআপভ্যানের পেছনে শব্দ শুনতে পেয়ে চালক আশরাফুল গাড়ি থামান। এসময় ডাকাতরা রুফিকুলকে ছুরিকাঘাত এবং আশরাফুলকে বেদম মারধর করে পিকআপভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়।

ওসি আরো জানান, ইতোমধ্যে মাছসহ পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বিডিপ্রেস/আলী