BDpress

আবারও খুনের হুমকি পেলেন সানি লিওন

বিডিপ্রেস ডেস্ক

অ+ অ-
আবারও খুনের হুমকি পেলেন সানি লিওন
এক সময়কার পর্নস্টার। বর্তমানে বলিউডি পরিচালকদের পছন্দের তালিকায় অন্যতম একজন। রিয়্যিেলটি শোয়ের বিচারক হিসেবেও দেখা যায় তাকে। বিজ্ঞাপনের চাহিদাও তুঙ্গে। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। সানি লিওন।

সাফল্যের চূড়ায় থাকা এই আবেদনময়ী নায়িকার ভক্তের সংখ্যাও অগণিত। তালিকায় প্রায় সবাই পুরুষ। কিন্তু তার প্রতি আক্রোশও রয়েছে কারও কারও। যে কারণে যে কোনো দিন খুন হতে পারেন সানি। ভারতের একটি টেলিভিশন দেওয়া ইন্টারভিউয়ে আবেদনময়ী এ অভিনেত্রী নিজেই এ খবর জানিয়েছেন।

সানি জানান, গত ২ দিনে অসংখ্যবার খুনের হুমকি দেওয়া মেসেজ এসেছে তার মোবাইলে। গত ৬ বছর ধরেই এভাবে একাধিকবার খুনের হুমকির সম্মুখীন হচ্ছেন তিনি। বিষয়টি পুলিশকেও জানিয়েছেন তিনি। তাতেও অবশ্য থামেনি হুমকির মেসেজ, উল্টো বেড়েছে।

তাই আর পুলিশকে না জানিয়ে এসব হুমকি নিজেই মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছেন সানি। সে কারণে এখন আর এসব হুমকির মেসেজ তার জীবনে কোনো প্রভাব ফেলে না। উল্টে খোশ মেজাজে নিজের কাজ করে যাচ্ছেন সানি।

সূত্র: জিনিউজ

বিডিপ্রেস/মিঠু

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

আবারও খুনের হুমকি পেলেন সানি লিওন


আবারও খুনের হুমকি পেলেন সানি লিওন

সাফল্যের চূড়ায় থাকা এই আবেদনময়ী নায়িকার ভক্তের সংখ্যাও অগণিত। তালিকায় প্রায় সবাই পুরুষ। কিন্তু তার প্রতি আক্রোশও রয়েছে কারও কারও। যে কারণে যে কোনো দিন খুন হতে পারেন সানি। ভারতের একটি টেলিভিশন দেওয়া ইন্টারভিউয়ে আবেদনময়ী এ অভিনেত্রী নিজেই এ খবর জানিয়েছেন।

সানি জানান, গত ২ দিনে অসংখ্যবার খুনের হুমকি দেওয়া মেসেজ এসেছে তার মোবাইলে। গত ৬ বছর ধরেই এভাবে একাধিকবার খুনের হুমকির সম্মুখীন হচ্ছেন তিনি। বিষয়টি পুলিশকেও জানিয়েছেন তিনি। তাতেও অবশ্য থামেনি হুমকির মেসেজ, উল্টো বেড়েছে।

তাই আর পুলিশকে না জানিয়ে এসব হুমকি নিজেই মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছেন সানি। সে কারণে এখন আর এসব হুমকির মেসেজ তার জীবনে কোনো প্রভাব ফেলে না। উল্টে খোশ মেজাজে নিজের কাজ করে যাচ্ছেন সানি।

সূত্র: জিনিউজ

বিডিপ্রেস/মিঠু