BDpress

পদ্মাবতীর মুক্তি স্থগিত

বিনোদন প্রতিবেদক

অ+ অ-
পদ্মাবতীর মুক্তি স্থগিত
আর মাত্র দশদিন পরেই মুক্তি পাওয়ার কথা ছিল নির্মাতা সঞ্জয়লীলা বানসালির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'পদ্মাবতী'। কিন্তু সেন্সর বোর্ডের জটিলতা ও দেশজুড়ে সাম্প্রদায়িক মহলের তোপের মুখে আটকে গেল এর মুক্তি। নির্মাতা জানান, এখনও সেন্সর ছাড়পত্র না পাওয়ায় ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না 'পদ্মাবতী'। আপাতত এর মুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

জানা যায়, ছবিটির প্রাথমিক স্ক্রিনিং দেখে হতাশা প্রকাশ করেছে ভারতীয় সেন্সর বোর্ড। বোর্ডের বর্তমান সভাপতি প্রসূন যোশি নিজেও এক বিবৃতিতে ছবিটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। নির্মাতা সঞ্জয়লীলা বানসালি সেন্সর বোর্ডের এ ধরনের সিদ্ধান্তকে ইচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন।

তিনি জানান, সেন্সর বোর্ডের সবার প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং আশা করছেন, শিগগির ছবিটি প্রদর্শনের অনুমতি পাবেন। আর তার পর ঘোষণা করা হবে মুক্তির পরবর্তী তারিখ।

এ প্রসঙ্গে হতাশা প্রকাশ করেছেন ছবির তিন শিল্পী দীপিকা, রণবীর ও শহীদ কাপুর।

বিডিপ্রেস /মিঠু

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

পদ্মাবতীর মুক্তি স্থগিত


পদ্মাবতীর মুক্তি স্থগিত

জানা যায়, ছবিটির প্রাথমিক স্ক্রিনিং দেখে হতাশা প্রকাশ করেছে ভারতীয় সেন্সর বোর্ড। বোর্ডের বর্তমান সভাপতি প্রসূন যোশি নিজেও এক বিবৃতিতে ছবিটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। নির্মাতা সঞ্জয়লীলা বানসালি সেন্সর বোর্ডের এ ধরনের সিদ্ধান্তকে ইচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন।

তিনি জানান, সেন্সর বোর্ডের সবার প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং আশা করছেন, শিগগির ছবিটি প্রদর্শনের অনুমতি পাবেন। আর তার পর ঘোষণা করা হবে মুক্তির পরবর্তী তারিখ।

এ প্রসঙ্গে হতাশা প্রকাশ করেছেন ছবির তিন শিল্পী দীপিকা, রণবীর ও শহীদ কাপুর।

বিডিপ্রেস /মিঠু