পঙ্কজ রায়ের জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক

সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার ৫ হাজার টাকা মুচলেকা বন্ডে জামিনের এ আদেশ দেন।
সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের টিম।
তার বিরুদ্ধে গত রোববার রমনা মডেল থানায় মানি লন্ডারিং ও দুদক আইনে মামলা দায়ের করে দুদক। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে প্রায় ২২ কোটি টাকার সম্পদের হিসাব দিয়েছিলেন ওই ব্যবসায়ী। এর মধ্যে সাড়ে ৮ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মেলে দুদকের অনুসন্ধানে।
আসামি পঙ্কজ রায়ের বিরুদ্ধে হুণ্ডির মাধ্যমে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করেছে দুদক।
বিডিপ্রেস/আরজে
এ সম্পর্কিত অন্যান্য খবর

পঙ্কজ রায়ের জামিন মঞ্জুর

সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার ৫ হাজার টাকা মুচলেকা বন্ডে জামিনের এ আদেশ দেন।
সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের টিম।
তার বিরুদ্ধে গত রোববার রমনা মডেল থানায় মানি লন্ডারিং ও দুদক আইনে মামলা দায়ের করে দুদক। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে প্রায় ২২ কোটি টাকার সম্পদের হিসাব দিয়েছিলেন ওই ব্যবসায়ী। এর মধ্যে সাড়ে ৮ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মেলে দুদকের অনুসন্ধানে।
আসামি পঙ্কজ রায়ের বিরুদ্ধে হুণ্ডির মাধ্যমে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করেছে দুদক।
বিডিপ্রেস/আরজে