ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নে ১৪৪ ধারা জারি
জেলা প্রতিবেদক

সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা বলবত থাকবে।
ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন জানান, জেলা সদরের সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজির উদ্দিন সাধুহাটি-বারমাইল বাজারে আজ বিকাল ৩ টার দিকে সমাবেশ আহবান করে।
একই সময় একই স্থানে আওয়ামী লীগের ও সাবেক সাধারণ সম্পাদক খলিল উদ্দিন মালিথা সমাবেশ আহবান করে। এতে করেই ওই স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কা দেখা দেয়। ফলে অপ্রিতীকর ঘটনা এড়াতে সমাবেশ স্থলসহ সাধুহাটি ইউনিয়ন ব্যাপী ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিপ্রেস/আলী
এ সম্পর্কিত অন্যান্য খবর

ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়নে ১৪৪ ধারা জারি

সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১৪৪ ধারা বলবত থাকবে।
ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন জানান, জেলা সদরের সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজির উদ্দিন সাধুহাটি-বারমাইল বাজারে আজ বিকাল ৩ টার দিকে সমাবেশ আহবান করে।
একই সময় একই স্থানে আওয়ামী লীগের ও সাবেক সাধারণ সম্পাদক খলিল উদ্দিন মালিথা সমাবেশ আহবান করে। এতে করেই ওই স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কা দেখা দেয়। ফলে অপ্রিতীকর ঘটনা এড়াতে সমাবেশ স্থলসহ সাধুহাটি ইউনিয়ন ব্যাপী ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিপ্রেস/আলী