BDpress

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীসহ নিহত ২

জেলা প্রতিবেদক

অ+ অ-
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীসহ নিহত ২
চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ও বন্দরভিটায় ১২ ঘণ্টার ব্যবধানে সাপের কামড়ে স্কুলছাত্রী লিজা খাতুন (১২) ও কামরুল ইসলাম (২৬) নিহত হয়েছে। সোমবার দিবাগত রাতে ও আজ সকালে এ ঘটনা ঘটে। নিহত লিজা খাতুন উপজেলার বন্দরভিটা গ্রামের লিটন আলীর মেয়ে এবং বন্দরভিটা আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ও কামরুল ইসলাম একই উপজেলার ভাংবাড়িয়া গ্রামের সবেদ আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে সাড়ে ৭টার দিকে কামরুল ইসলাম স্থানীয় বাজার থেকে হেটে বাড়ি ফেরার পথে তার পায়ে সাপে কামড় দেয়। এসময় তাকে প্রথমে স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা করা হয় পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এর আগে, সোমবার ভোরের দিকে লিজা খাতুন নিজ বসতঘরে ঘুমিয়ে ছিল। এসময় তার পায়ে সাপে কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর স্থানীয় কবিরাজের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ জানান, আমি ঘটনাটি শুনেছি।

বিডিপ্রেস/মিঠু

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীসহ নিহত ২


চুয়াডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীসহ নিহত ২

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে সাড়ে ৭টার দিকে কামরুল ইসলাম স্থানীয় বাজার থেকে হেটে বাড়ি ফেরার পথে তার পায়ে সাপে কামড় দেয়। এসময় তাকে প্রথমে স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা করা হয় পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এর আগে, সোমবার ভোরের দিকে লিজা খাতুন নিজ বসতঘরে ঘুমিয়ে ছিল। এসময় তার পায়ে সাপে কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর স্থানীয় কবিরাজের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ জানান, আমি ঘটনাটি শুনেছি।

বিডিপ্রেস/মিঠু