BDpress

'আমার ছবিতে বলিউড সুপারস্টারদের চাই না!'

বিনোদন ডেস্ক

অ+ অ-
'আমার ছবিতে বলিউড সুপারস্টারদের চাই না!'
প্রখ্যাত ইরানি পরিচালক মাজিদ মাজিদির ছবিতে অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোনের অডিশন নিয়ে বেশ শোরগোল পড়েছিল। শেষ পর্যন্ত বলিউডের এক নম্বর এই নায়িকাকে বাদ দেন মাজিদি।

ক্যারিয়ারের প্রথম ভারতীয় ছবি 'বিয়য়েন্ড দ্য ক্লাউডস'তে তিনি এমন একজনকে বেছে নেন অনেকে যার নাম পর্যন্ত শোনেননি। দীপিকার বদলে ছবির জন্য মালায়াম অভিনেত্রী মালভিকা মোহাননকে বেছে নেয়া হয়। পুরুষ চরিত্রে নেয়া হওয়া শহীদ কাপুরের সৎ ভাই ইশান খাত্তারকে।

কেন এমন সিদ্ধান্ত নিলেন জানতে চাইলে মাজিদি বলেন, 'আমি বলিউড সুপারস্টারদের সঙ্গে কাজ করতে চাই না। আমি মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে কাজ করতে চেয়েছি। কারণ আমার ছবির চরিত্রগুলো এখানকার। কিন্তু দীপিকার সঙ্গে একটি অডিশন করতে গিয়েই আমাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। অনেকে ভিড় জমে গিয়েছিল এবং কৌতূহল ছিল আরও বেশি। এজন্যই কোনো সুপারস্টারকে আমার ছবিতে চাই না।
' সূত্র : হিন্দুস্থান টাইমস 

বিডিপ্রেস/আলী

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

'আমার ছবিতে বলিউড সুপারস্টারদের চাই না!'


'আমার ছবিতে বলিউড সুপারস্টারদের চাই না!'

ক্যারিয়ারের প্রথম ভারতীয় ছবি 'বিয়য়েন্ড দ্য ক্লাউডস'তে তিনি এমন একজনকে বেছে নেন অনেকে যার নাম পর্যন্ত শোনেননি। দীপিকার বদলে ছবির জন্য মালায়াম অভিনেত্রী মালভিকা মোহাননকে বেছে নেয়া হয়। পুরুষ চরিত্রে নেয়া হওয়া শহীদ কাপুরের সৎ ভাই ইশান খাত্তারকে।

কেন এমন সিদ্ধান্ত নিলেন জানতে চাইলে মাজিদি বলেন, 'আমি বলিউড সুপারস্টারদের সঙ্গে কাজ করতে চাই না। আমি মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে কাজ করতে চেয়েছি। কারণ আমার ছবির চরিত্রগুলো এখানকার। কিন্তু দীপিকার সঙ্গে একটি অডিশন করতে গিয়েই আমাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। অনেকে ভিড় জমে গিয়েছিল এবং কৌতূহল ছিল আরও বেশি। এজন্যই কোনো সুপারস্টারকে আমার ছবিতে চাই না।
' সূত্র : হিন্দুস্থান টাইমস 

বিডিপ্রেস/আলী