নতুন বিজ্ঞাপনে শিশির
বিনোদন প্রতিবেদক

কুমারিকা সাবানের এ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। এর আগে সাকিব ও শিশিরকে নিয়ে আরও দুটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি।
জানা যায়, বৃষ্টির কারণে গাজীপুরের একটি রিসোর্টের সুইমিং পুলে এর সেট সাজানো হয়। ভিএফএক্স প্রযুক্তির মাধ্যমে ধারণকৃত এ বিজ্ঞাপনের দায়িত্বে ছিল আফটার স্টুডিও ও স্কেচ প্রোডাকশন। এর পোস্ট প্রোডাকশন করা হয়েছে ভারতে। এর নেপথ্য গানটি করেছেন মিকু প্যাটেলের রোশনি সাহা। চিত্রগ্রহণ করেছেন নেহাল কোরাইশি, শিল্প নির্দেশনায় ছিলেন রিফাত আল হাসান রাজু।
গত শুক্রবার অনলাইনে মুক্তি পেয়েছে ৫০ সেকেন্ডের এই বিজ্ঞাপনটি। বর্তমানে টেলিভিশনেও এর প্রচার শুরু হয়েছে।
বিডিপ্রেস/মিঠু
এ সম্পর্কিত অন্যান্য খবর

নতুন বিজ্ঞাপনে শিশির

কুমারিকা সাবানের এ বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। এর আগে সাকিব ও শিশিরকে নিয়ে আরও দুটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি।
জানা যায়, বৃষ্টির কারণে গাজীপুরের একটি রিসোর্টের সুইমিং পুলে এর সেট সাজানো হয়। ভিএফএক্স প্রযুক্তির মাধ্যমে ধারণকৃত এ বিজ্ঞাপনের দায়িত্বে ছিল আফটার স্টুডিও ও স্কেচ প্রোডাকশন। এর পোস্ট প্রোডাকশন করা হয়েছে ভারতে। এর নেপথ্য গানটি করেছেন মিকু প্যাটেলের রোশনি সাহা। চিত্রগ্রহণ করেছেন নেহাল কোরাইশি, শিল্প নির্দেশনায় ছিলেন রিফাত আল হাসান রাজু।
গত শুক্রবার অনলাইনে মুক্তি পেয়েছে ৫০ সেকেন্ডের এই বিজ্ঞাপনটি। বর্তমানে টেলিভিশনেও এর প্রচার শুরু হয়েছে।
বিডিপ্রেস/মিঠু