BDpress

ঢাবি ভিসির সঙ্গে সৌদি প্রতিনিধির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

অ+ অ-
ঢাবি ভিসির সঙ্গে সৌদি প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরব ভিত্তিক আরব ইনভেস্টমেন্ট গ্রুপের (এআরআইজি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী এস এ চৌধুরী। মঙ্গলবার ভিসির কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন।

কোম্পানির স্থানীয় প্রতিনিধি কাজী মোজাম্মেল হোসেন ও আবির রশিদ এ সময় তার সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে তারা আরব ইনভেস্টমেন্ট গ্রুপের আর্থিক সহযোগিতায় ঢাবির বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। ঢাবি ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে অবকাঠামো ও প্রযুক্তিগত সহায়তা প্রদানে তারা আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া, দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল প্রদানেও তিনি ভিসিকে আশ্বাস দেন।

ভিসি ঢাবিতে আসা এবং শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

ঢাবি ভিসির সঙ্গে সৌদি প্রতিনিধির সাক্ষাৎ


ঢাবি ভিসির সঙ্গে সৌদি প্রতিনিধির সাক্ষাৎ

কোম্পানির স্থানীয় প্রতিনিধি কাজী মোজাম্মেল হোসেন ও আবির রশিদ এ সময় তার সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে তারা আরব ইনভেস্টমেন্ট গ্রুপের আর্থিক সহযোগিতায় ঢাবির বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। ঢাবি ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে অবকাঠামো ও প্রযুক্তিগত সহায়তা প্রদানে তারা আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া, দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল প্রদানেও তিনি ভিসিকে আশ্বাস দেন।

ভিসি ঢাবিতে আসা এবং শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

বিডিপ্রেস/আরজে