BDpress

ঘামের দাগ দূর করার ঘরোয়া উপায়

বিডিপ্রেস ডেস্ক

অ+ অ-
ঘামের দাগ দূর করার ঘরোয়া উপায়
যদিও ঘাম আমাদের দেহ এবং স্বাস্থ্যের জন্য উপকারি। তবে ঘামের দুর্গন্ধ আমাদের অনেক বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। ঘামের দুর্গন্ধের মতো আরেকটি বিরক্তিকর সমস্যা হল কাপড়ে ঘামের দাগ পড়ে যাওয়া। ঘাম শুকিয়ে গেলেও কাপড়ে হলদেটে একটি দাগ পড়ে যায়। যা দেখতেই শুধু খারাপ হয় না, অনেকটা বিব্রতকরও বটে। এই ঘামের দাগ দূর করার সহজ কিছু ঘরোয়া উপায় আছে। আসুন জেনে নিই উপায়গুলো।

ঠাণ্ডা পানি

ঘামের দাগ পড়া কাপড়টি ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ঘষে ডিটারজেন্ট দিয়ে কাপড় দিয়ে ধুয়ে ফেলুন। যদি কাপড়ে হলুদ দাগ পড়ে যায় তবে কখনো কাপড় ধোয়ায় গরম পানি ব্যবহার করবেন না।

লবণ

ঘামের জেদি হলুদ দাগ দূর করতে লবণ অনেক কার্যকরী। ৪ টেবিল চামচ লবণ ১ লিটার গরম পানিতে মিশিয়ে নিন। এবার ঘামের দাগ লাগা কাপড়টি মিশ্রণে ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। আর দেখুন ঘামের দাগ গায়েব হয়ে গেছে।

লেবু

কাপড়ে ঘামের দাগ দূর করতে লেবুর জুড়ি নেই। লেবুর রসের সাথে সমান পরিমাণ পানি মিশিয়ে ঘামের দাগের ওপর ঘষুন। কিছুক্ষণ পর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

ভিনেগার

কাপড়ে যেখানে ঘামের দাগ দেখা যাবে সেখানে কয়েক ফোঁটা ভিনেগার লাগান। তারপর হালকা হাতে ঘষুণ। পরে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ঘামের দাগ দূর হয়ে গেছে।

বেকিং সোডা

ঘামের দাগ দূর করে আরেকটি উপায় হল বেকিং সোডার ব্যবহার। ১/৪ কাপ কুসুম গরম পানি, ৪ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন। এবার পেস্টটি ঘামের দাগের ওপর লাগান। এভাবে ২ ঘণ্টা রেখে দিন। ২ ঘণ্টা পর ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন কাপড়ে কোনো দাগ আর নেই।

মনে রাখুন জরুরী কিছু বিষয়

গরম পানিতে কাপড় কখনোই ধোবেন না। এতে করে কাপড়ের ঘামের দাগ আরও বেশি বসে যায়। - ক্লোরিন এবং ক্লোরিন যুক্ত কোনো পরিষ্কারক দ্রব্য দিয়ে কাপড় ধোবেন না, বিশেষ করে সাদা রঙের কাপড়। কারণ ক্লরিনের ফলে ঘামের দাগ পাকাপাকি ভাবে কাপড়ে বসে যাবে।

তথ্য সূত্র: টিওআই

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

ঘামের দাগ দূর করার ঘরোয়া উপায়


ঘামের দাগ দূর করার ঘরোয়া উপায়

ঠাণ্ডা পানি

ঘামের দাগ পড়া কাপড়টি ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ঘষে ডিটারজেন্ট দিয়ে কাপড় দিয়ে ধুয়ে ফেলুন। যদি কাপড়ে হলুদ দাগ পড়ে যায় তবে কখনো কাপড় ধোয়ায় গরম পানি ব্যবহার করবেন না।

লবণ

ঘামের জেদি হলুদ দাগ দূর করতে লবণ অনেক কার্যকরী। ৪ টেবিল চামচ লবণ ১ লিটার গরম পানিতে মিশিয়ে নিন। এবার ঘামের দাগ লাগা কাপড়টি মিশ্রণে ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন। আর দেখুন ঘামের দাগ গায়েব হয়ে গেছে।

লেবু

কাপড়ে ঘামের দাগ দূর করতে লেবুর জুড়ি নেই। লেবুর রসের সাথে সমান পরিমাণ পানি মিশিয়ে ঘামের দাগের ওপর ঘষুন। কিছুক্ষণ পর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

ভিনেগার

কাপড়ে যেখানে ঘামের দাগ দেখা যাবে সেখানে কয়েক ফোঁটা ভিনেগার লাগান। তারপর হালকা হাতে ঘষুণ। পরে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ঘামের দাগ দূর হয়ে গেছে।

বেকিং সোডা

ঘামের দাগ দূর করে আরেকটি উপায় হল বেকিং সোডার ব্যবহার। ১/৪ কাপ কুসুম গরম পানি, ৪ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন। এবার পেস্টটি ঘামের দাগের ওপর লাগান। এভাবে ২ ঘণ্টা রেখে দিন। ২ ঘণ্টা পর ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন কাপড়ে কোনো দাগ আর নেই।

মনে রাখুন জরুরী কিছু বিষয়

গরম পানিতে কাপড় কখনোই ধোবেন না। এতে করে কাপড়ের ঘামের দাগ আরও বেশি বসে যায়। - ক্লোরিন এবং ক্লোরিন যুক্ত কোনো পরিষ্কারক দ্রব্য দিয়ে কাপড় ধোবেন না, বিশেষ করে সাদা রঙের কাপড়। কারণ ক্লরিনের ফলে ঘামের দাগ পাকাপাকি ভাবে কাপড়ে বসে যাবে।

তথ্য সূত্র: টিওআই

বিডিপ্রেস/আরজে