BDpress

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে আদালতের স্থিতাবস্থা জারি

বিডিপ্রেস ডেস্ক

অ+ অ-
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে আদালতের স্থিতাবস্থা জারি
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনের ওপর আদালত স্থিতাবস্থা জারি করেছেন। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম এ আদেশ দেন। একই সাথে আদালত আগামী ১ জানুয়ারি প্রতিপক্ষকে কারণ দর্শানোর নোটিশও জারি করেছেন।

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সদস্য এনটিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মারুফ আহমেদ গত ২৮ নভেম্বর নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেন। মামলার আর্জিতে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা, নির্বাচনের তফসিল ভোটারদের চিঠি দিয়ে না জানানোসহ বিভিন্ন অভিযোগ করেন।

বাদী আরও উল্লেখ করেন, প্রেস ক্লাবের সদস্য দিগন্ত টিভির জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার পক্ষে লিফলেট ছাপাতে গিয়ে মামলার আসামি হন। পরে পলাতক অবস্থায় প্রায় দুই বছর আগে দেশত্যাগ করেন। অথচ তিনি এখনও প্রেস ক্লাব সদস্য হিসেবে বহাল আছেন। এমন আরও অনেক সদস্য আছেন যারা কোনো টেলিভিশন বা পত্রিকার সাথে জড়িত নন। অন্যদিকে সাংবাদিকতার সাথে যুক্ত থাকার পরও অনেককেই সদস্য করা হচ্ছে না।
বিডিপ্রেস/আলী


এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে আদালতের স্থিতাবস্থা জারি


কিশোরগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে আদালতের স্থিতাবস্থা জারি

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সদস্য এনটিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মারুফ আহমেদ গত ২৮ নভেম্বর নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেন। মামলার আর্জিতে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা, নির্বাচনের তফসিল ভোটারদের চিঠি দিয়ে না জানানোসহ বিভিন্ন অভিযোগ করেন।

বাদী আরও উল্লেখ করেন, প্রেস ক্লাবের সদস্য দিগন্ত টিভির জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার পক্ষে লিফলেট ছাপাতে গিয়ে মামলার আসামি হন। পরে পলাতক অবস্থায় প্রায় দুই বছর আগে দেশত্যাগ করেন। অথচ তিনি এখনও প্রেস ক্লাব সদস্য হিসেবে বহাল আছেন। এমন আরও অনেক সদস্য আছেন যারা কোনো টেলিভিশন বা পত্রিকার সাথে জড়িত নন। অন্যদিকে সাংবাদিকতার সাথে যুক্ত থাকার পরও অনেককেই সদস্য করা হচ্ছে না।
বিডিপ্রেস/আলী