BDpress

সড়ক দুর্ঘটনায় নকুল কুমারের সহযোগীসহ নিহত ২

জেলা প্রতিবেদক

অ+ অ-
সড়ক দুর্ঘটনায় নকুল কুমারের সহযোগীসহ নিহত ২
ফরিদপুর-মাদারীপুর জেলা সীমান্তের সূর্য্যনগর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাসের দুই সহযোগী নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-মাওয়া-খুলনা নির্মাণাধীন রাস্তার প্রতিবন্ধকতার সাথে মাইক্রোবাসের ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছেন আরো দুই সহযোগী। তবে ওই গাড়ীতে নকুল কুমার ছিলেন না বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহতরা হলেন— মাইক্রোবাসের চালক মোশাররফ হোসেন ও যন্ত্র সঙ্গীত ওয়াহিদ সুজাত। তারা ঘটনাস্থলেই নিহত হন।

আহত নিমাই ও দিপঙ্করকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে থানার উপপরিদর্শক মোস্তফা হোসেন।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এজাজ হোসেন জানান, বেনাপোল থেকে ঢাকা যাওয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি ঘন কুয়াশার কারণে নির্মাণাধীন ৪ লেনের রাস্তার প্রতিবন্ধকতার সাথে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

সড়ক দুর্ঘটনায় নকুল কুমারের সহযোগীসহ নিহত ২


সড়ক দুর্ঘটনায় নকুল কুমারের সহযোগীসহ নিহত ২

এসময় আহত হয়েছেন আরো দুই সহযোগী। তবে ওই গাড়ীতে নকুল কুমার ছিলেন না বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহতরা হলেন— মাইক্রোবাসের চালক মোশাররফ হোসেন ও যন্ত্র সঙ্গীত ওয়াহিদ সুজাত। তারা ঘটনাস্থলেই নিহত হন।

আহত নিমাই ও দিপঙ্করকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে থানার উপপরিদর্শক মোস্তফা হোসেন।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এজাজ হোসেন জানান, বেনাপোল থেকে ঢাকা যাওয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি ঘন কুয়াশার কারণে নির্মাণাধীন ৪ লেনের রাস্তার প্রতিবন্ধকতার সাথে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।

বিডিপ্রেস/আরজে