BDpress

নায়ক তিনি, ভিলেনও তিনি

বিনোদন ডেস্ক

অ+ অ-
নায়ক তিনি, ভিলেনও তিনি
ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পী। নানা ধরনের ভূমিকায় ইতোমধ্যে তাকে পাওয়া গেছে। নতুন একটি ছবিতে তাকে নায়ক-ভিলেন উভয় চরিত্রেই দেখা যাবে। ছবিটির নাম ‘নায়ক’। পরিচালনা করবেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।

সম্প্রতি সিনেমাটির মহরতও হয়েছে। ছবিতে নিজের চরিত্র নিয়ে বাপ্পী গণমাধ্যমকে বলেন, ‘ছবিতে দেখা যাবে আমার অনেক ইচ্ছে থাকে, কিন্তু কখনো পূরণ করতে পারি না। একটা সময় নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে নিজেই ভিলেন হয়ে যাই! এই প্রথম কোনো ছবিতে নায়ক ভিলেন উভয় চরিত্রেই হাজির হবো আমি।’

'নায়ক’-এ বাপ্পীর নায়িকা হিসেবে আছেন অধরা খান। ছবিটিতে আরও অভিনয় করছেন মৌসুমী। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

ইস্পাহানী আরিফ জাহানের আলোচিত সিনেমার মধ্যে রয়েছে বিদ্রোহী বধূ, লাট সাহেবের মেয়ে, তুমি সুন্দর, গোলাম, মেশিনম্যান, শিকারী ও গুণ্ডা দ্য টেররিস্ট। এর মধ্যে বেশ কয়েকটিতে অভিনয় করেছেন মৌসুমী। অন্যদিকে ‘গুণ্ডা দ্য টেররিস্ট’ ছবির নায়ক হয়েছিলেন বাপ্পী।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

নায়ক তিনি, ভিলেনও তিনি


নায়ক তিনি, ভিলেনও তিনি

সম্প্রতি সিনেমাটির মহরতও হয়েছে। ছবিতে নিজের চরিত্র নিয়ে বাপ্পী গণমাধ্যমকে বলেন, ‘ছবিতে দেখা যাবে আমার অনেক ইচ্ছে থাকে, কিন্তু কখনো পূরণ করতে পারি না। একটা সময় নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে নিজেই ভিলেন হয়ে যাই! এই প্রথম কোনো ছবিতে নায়ক ভিলেন উভয় চরিত্রেই হাজির হবো আমি।’

'নায়ক’-এ বাপ্পীর নায়িকা হিসেবে আছেন অধরা খান। ছবিটিতে আরও অভিনয় করছেন মৌসুমী। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

ইস্পাহানী আরিফ জাহানের আলোচিত সিনেমার মধ্যে রয়েছে বিদ্রোহী বধূ, লাট সাহেবের মেয়ে, তুমি সুন্দর, গোলাম, মেশিনম্যান, শিকারী ও গুণ্ডা দ্য টেররিস্ট। এর মধ্যে বেশ কয়েকটিতে অভিনয় করেছেন মৌসুমী। অন্যদিকে ‘গুণ্ডা দ্য টেররিস্ট’ ছবির নায়ক হয়েছিলেন বাপ্পী।

বিডিপ্রেস/আরজে