BDpress

সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত ১

জেলা প্রতিবেদক

অ+ অ-
সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত ১
মাদারীপুরের কালকিনি-ভুরঘাটা সড়কের লালপোল নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কাজী হাফিজ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে ৯ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কামাল (৩৫), আবু নাইম (৩২). জহিরুল ইসলাম (৩২), লিপি (২৫), আসমা (২২), সুবহান (৬৫), আলী আব্বাস (৪২), নাসির হাওলাদার (৪২) ও আমিরুল ইসলাম (২৪)। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা বলেন, কালকিনি থেকে ঢাকা যাওয়ার সময় সার্বিক পরিবহন ভুরঘাটার কাছে লাল ব্রিজের ঢালে নামার সময় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। তাৎক্ষণিক খবর পেয়ে কালকিনি থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তারা স্থানীয়দের নিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত ১


সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত ১

আহতরা হলেন- কামাল (৩৫), আবু নাইম (৩২). জহিরুল ইসলাম (৩২), লিপি (২৫), আসমা (২২), সুবহান (৬৫), আলী আব্বাস (৪২), নাসির হাওলাদার (৪২) ও আমিরুল ইসলাম (২৪)। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালকিনি থানার ওসি কৃপাসিন্দু বালা বলেন, কালকিনি থেকে ঢাকা যাওয়ার সময় সার্বিক পরিবহন ভুরঘাটার কাছে লাল ব্রিজের ঢালে নামার সময় এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। তাৎক্ষণিক খবর পেয়ে কালকিনি থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তারা স্থানীয়দের নিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

বিডিপ্রেস/আরজে