BDpress

বরিশালে শহীদ আসাদ দিবস পালিত

বিডিপ্রেস ডেস্ক

অ+ অ-
বরিশালে শহীদ আসাদ দিবস পালিত
৬৯ সালের গণআন্দোলনের নায়ক শহীদ আসাদ স্মরণে বরিশালে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ আসাদ পরিষদের উদ্যোগে শনিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রক্ষিত শহীদ আসাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শহীদ আসাদ পরিষদ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং জেলা ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শহীদ আসাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পরে অশ্বিনী কুমার হল চত্ত্বরে শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ আসাদ পরিষদের বরিশাল জেলা সভাপতি ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কৃষক লীগ কেন্দ্রিয় কমিটির সহসভাপতি খান আলতাফ হোসেন ভুলু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।
বিডিপ্রেস/আলীএ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

বরিশালে শহীদ আসাদ দিবস পালিত


বরিশালে শহীদ আসাদ দিবস পালিত

শহীদ আসাদ পরিষদ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং জেলা ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শহীদ আসাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পরে অশ্বিনী কুমার হল চত্ত্বরে শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ আসাদ পরিষদের বরিশাল জেলা সভাপতি ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কৃষক লীগ কেন্দ্রিয় কমিটির সহসভাপতি খান আলতাফ হোসেন ভুলু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।
বিডিপ্রেস/আলী