বিরক্ত হয়ে ৯৭ রোগীকে মেরেছেন নার্স!
আন্তর্জাতিক ডেস্ক

নিয়েল হিজল নামের সেই নাসের বয়স ৪১। 'বিরক্তি/একঘেঁয়েমি' থেকেই তিনি ওই ৯৭ রোগীকে হত্যা করেন বলে অভিযোগ এনেছেন জার্মানির আইনজীবীরা।
নার্স নিয়েলস হিজল স্বীকার করেছেন, তিনি ইনজেকশনের মাধ্যমে
রোগীর শরীরের বিষাক্ত ড্রাগস প্রবেশ করাতেন। এতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ
হয়ে কিংবা রক্ত চলাচল বাধাগ্রস্থ হয়ে রোগী অসুস্থ হয়ে পড়তো।পরে সেই
রোগীকে সুস্থ করার চেষ্টা করতেন তিনি। সফল হলে হাসপাতালের সহকর্মী ও
সিনিয়রদের কাছে নিজেকে নিয়ে দম্ভ করতেন। রোগী মারা গেলে হতাশ হতেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট ও সিএনএন
বিডিপ্রেস/আলী
এ সম্পর্কিত অন্যান্য খবর

বিরক্ত হয়ে ৯৭ রোগীকে মেরেছেন নার্স!

নিয়েল হিজল নামের সেই নাসের বয়স ৪১। 'বিরক্তি/একঘেঁয়েমি' থেকেই তিনি ওই ৯৭ রোগীকে হত্যা করেন বলে অভিযোগ এনেছেন জার্মানির আইনজীবীরা।
নার্স নিয়েলস হিজল স্বীকার করেছেন, তিনি ইনজেকশনের মাধ্যমে
রোগীর শরীরের বিষাক্ত ড্রাগস প্রবেশ করাতেন। এতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ
হয়ে কিংবা রক্ত চলাচল বাধাগ্রস্থ হয়ে রোগী অসুস্থ হয়ে পড়তো।পরে সেই
রোগীকে সুস্থ করার চেষ্টা করতেন তিনি। সফল হলে হাসপাতালের সহকর্মী ও
সিনিয়রদের কাছে নিজেকে নিয়ে দম্ভ করতেন। রোগী মারা গেলে হতাশ হতেন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট ও সিএনএন
বিডিপ্রেস/আলী