অস্কারের ৯০ বছর; ইতিহাস গড়লেন মার্কিন নারী সিনেমাটোগ্রাফার
আন্তর্জাতিক ডেস্ক

গত মঙ্গলবার ঘোষিত ৯০ তম অস্কারের মনোনয়ন তালিকায় যার ব্যতিক্রম ঘটেছে। প্রথম নারী হিসেবে 'মাডবাউন্ড' সিনেমার জন্য এ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন র্যাচেল মরিসন।
গত ডিসেম্বরে নিউ ইয়র্ক, শিকাগো ও নর্থ ক্যারোলিনায় চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে নিজের কাজের স্বীকৃতি পেয়েছেন রাচেল মরিসন। কিন্তু চলচ্চিত্রের সর্বোচ্চ আসরে মনোনয়ন পাওয়া তো আরও বিশাল ব্যাপার। এতে খুশি 'মাডবাউন্ড' ছবির পরিচালক ডি রিসও, 'আমি আনন্দিত যে মানুষ তার কাজের স্বীকৃতি দিয়েছে।'
মুক্তির অপেক্ষায় থাকা মার্বেল সিরিজের 'ব্ল্যাক প্যানথার' ছবিতেও সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন র্যাচেল মরিসন। ছবিটি মুক্তি পাবে আগামী মাসে। সূত্র : ভ্যারাইটি
বিডিপ্রেস/আলী
এ সম্পর্কিত অন্যান্য খবর

অস্কারের ৯০ বছর; ইতিহাস গড়লেন মার্কিন নারী সিনেমাটোগ্রাফার

গত মঙ্গলবার ঘোষিত ৯০ তম অস্কারের মনোনয়ন তালিকায় যার ব্যতিক্রম ঘটেছে। প্রথম নারী হিসেবে 'মাডবাউন্ড' সিনেমার জন্য এ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন র্যাচেল মরিসন।
গত ডিসেম্বরে নিউ ইয়র্ক, শিকাগো ও নর্থ ক্যারোলিনায় চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে নিজের কাজের স্বীকৃতি পেয়েছেন রাচেল মরিসন। কিন্তু চলচ্চিত্রের সর্বোচ্চ আসরে মনোনয়ন পাওয়া তো আরও বিশাল ব্যাপার। এতে খুশি 'মাডবাউন্ড' ছবির পরিচালক ডি রিসও, 'আমি আনন্দিত যে মানুষ তার কাজের স্বীকৃতি দিয়েছে।'
মুক্তির অপেক্ষায় থাকা মার্বেল সিরিজের 'ব্ল্যাক প্যানথার' ছবিতেও সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন র্যাচেল মরিসন। ছবিটি মুক্তি পাবে আগামী মাসে। সূত্র : ভ্যারাইটি
বিডিপ্রেস/আলী