BDpress

এ কোন 'সোনচিড়িয়া' ডাকাত সুশান্ত!

বিনোদন ডেস্ক

অ+ অ-
এ কোন 'সোনচিড়িয়া' ডাকাত সুশান্ত!
সুশান্ত সিং রাজপুত। বলিউডের হালের ক্রেজ অভিনেতাদের একজন। ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির আত্মজীবনী 'এমএস ধোনি: আনটোল্ড স্টোরি' ও কাই পুচে সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান এ অভিনেতা। সম্প্রতি নতুন লুকে ধরা দিয়েছেন সুশান্ত। এর আগে কখনও এরকম লুকে তাকে দেখা যায়নি।

সাইফ কন্যা সারা আলি খানের সঙ্গে ‘কেদারনাথ’ এবং‌ জ্যাকুলিন ফার্নান্ডেজের সঙ্গে ‘ড্রাইভ’ ছবির শুটিং নিয়েই বর্তমানে ব্যস্ত রয়েছেন সুশান্ত। কিন্তু তার হঠাৎ হলটা কী? চেহারায় একে‌বারে যেন চম্বলের ডাকাত! এমন অবতারে, কী করছেন অভিনেতা? দুই ছবি বাদে, ইতিমধ্যেই আর একটি ছবির কাজ নিয়ে ভাবনা শুরু করে ফেলেছেন সুশান্ত। আর সেই ছবির জন্যই নিজের ‘চকোলেট বয়’ লুক ঝেড়ে ফেলে একেবারে অন্য চেহারায় ধরা দিয়েছেন তিনি।
মঙ্গলবার টুইটারে শেয়ার করেছেন এই ছবি। ক্যাপশনে প্রায় কিছুই লেখেননি নায়ক। শুধুই লেখা ‘সোনচিড়িয়া’। ‘সোনচিড়িয়া’ হল সুশান্তের আসন্ন ছবির নাম। পরিচালক অভিষেক চৌবে। ‘কমিনে’, ‘ইশকিয়া’, ‘উড়তা পঞ্জাব’-এর মতো ছবির পরিচালনা করেছেন অভিষেক। এবার তার নতুন প্রোজেক্ট ‘সোনচিড়িয়া’। সুশান্তের বিপরীতে দেখা যাবে ভূমি পেডনেকরকে।

বিডিপ্রেস/আলী

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

এ কোন 'সোনচিড়িয়া' ডাকাত সুশান্ত!


এ কোন 'সোনচিড়িয়া' ডাকাত সুশান্ত!

সাইফ কন্যা সারা আলি খানের সঙ্গে ‘কেদারনাথ’ এবং‌ জ্যাকুলিন ফার্নান্ডেজের সঙ্গে ‘ড্রাইভ’ ছবির শুটিং নিয়েই বর্তমানে ব্যস্ত রয়েছেন সুশান্ত। কিন্তু তার হঠাৎ হলটা কী? চেহারায় একে‌বারে যেন চম্বলের ডাকাত! এমন অবতারে, কী করছেন অভিনেতা? দুই ছবি বাদে, ইতিমধ্যেই আর একটি ছবির কাজ নিয়ে ভাবনা শুরু করে ফেলেছেন সুশান্ত। আর সেই ছবির জন্যই নিজের ‘চকোলেট বয়’ লুক ঝেড়ে ফেলে একেবারে অন্য চেহারায় ধরা দিয়েছেন তিনি।
মঙ্গলবার টুইটারে শেয়ার করেছেন এই ছবি। ক্যাপশনে প্রায় কিছুই লেখেননি নায়ক। শুধুই লেখা ‘সোনচিড়িয়া’। ‘সোনচিড়িয়া’ হল সুশান্তের আসন্ন ছবির নাম। পরিচালক অভিষেক চৌবে। ‘কমিনে’, ‘ইশকিয়া’, ‘উড়তা পঞ্জাব’-এর মতো ছবির পরিচালনা করেছেন অভিষেক। এবার তার নতুন প্রোজেক্ট ‘সোনচিড়িয়া’। সুশান্তের বিপরীতে দেখা যাবে ভূমি পেডনেকরকে।

বিডিপ্রেস/আলী