BDpress

ঈশ্বরদীতে ফসলি জমিতে যুবকের লাশ

জেলা প্রতিবেদক

অ+ অ-
ঈশ্বরদীতে ফসলি জমিতে যুবকের লাশ
ঈশ্বরদীতে ফসলি জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোকুল নগর চৌধুরী পাড়ার এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম (২৮) উপজেলার দিয়ার বাঘইল গ্রামের আসাদুল প্রমাণিকের ছেলে।

ইশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, সকালে বাচ্চু মিয়ার ফসলি জমিতে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে শফিকুলের পরিবার থানায় মামলা দায়ের করবে বলে জানান তিনি।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

ঈশ্বরদীতে ফসলি জমিতে যুবকের লাশ


ঈশ্বরদীতে ফসলি জমিতে যুবকের লাশ

নিহত শফিকুল ইসলাম (২৮) উপজেলার দিয়ার বাঘইল গ্রামের আসাদুল প্রমাণিকের ছেলে।

ইশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, সকালে বাচ্চু মিয়ার ফসলি জমিতে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে শফিকুলের পরিবার থানায় মামলা দায়ের করবে বলে জানান তিনি।

বিডিপ্রেস/আরজে