BDpress

‘ঈশ্বরের পছন্দের জায়গাতেই খেলেন মেসি-ডি গিয়া’

ক্রীড়া ডেস্ক

অ+ অ-
‘ঈশ্বরের পছন্দের জায়গাতেই খেলেন মেসি-ডি গিয়া’
ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক ফর্মে লিওনেল মেসি। বছরের পর বছর বিস্ময় উপহার দিয়ে চলেছেন তিনি। অন্যদিকে চলতি মৌসুমে উতুঙ্গে ফর্মে ডেভিড ডি গিয়া। চমক দেখাচ্ছেন তিনিও।

প্রায় দেড় যুগ ধরে বার্সেলোনায় খেলছেন মেসি। কাতালানদের আক্রমণভাগে ইস্কাফনের টেক্কা তিনিই। যার অসাধারণ ড্রিবল, ক্রস, ভলি, ডিফেন্সচেরা পাস, নাটমেগ, ব্যাকহিল, ফ্রি-কিক, কাটব্যাকে মুগ্ধ বিশ্বের কোটি ফুটবল অনুরাগী।

ছোট ম্যাজিসিয়ানের তুলনায় ডি গিয়ার ক্যারিয়ার ততটা লম্বা নয়। তবে অল্প সময়ের মধ্যেই গোলবারের নিচে আস্থার প্রতীক তিনি। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কয়েকটি ম্যাচে তার অসাধারণ সেভিং দক্ষতা নজর কেড়েছে সবার।

হালের দুই মেরুর দুই ফুটবলারের পারফরম্যান্সে ভীষণ মুগ্ধ আন্দার হেরেরা। ম্যানইউতে ডি গিয়ার সতীর্থ তিনি। খুব কাছ থেকে তার কারিকুরি, কর্মকাণ্ড অবলোকন করেন এ স্প্যানিশ। তাই মেসির কাতারেই সতীর্থকে রাখছেন এ মিডফিল্ডার।

হেরেরা বলেন, মেসি খেলেন আক্রমণভাগে। গোলবারের নিচে ডি গিয়া। ওই দুই স্থানের জন্য তারাই পারফেক্ট। ঈশ্বরেরও পছন্দ তাই।

অনন্য নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ফ্যানস ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ জিতেছেন ডি গিয়া। এ নিয়ে চতুর্থবার এ মুকুট জিতলেন এ স্প্যানিশ। এবার প্রিমিয়ার লিগ গোল্ডেন গ্লোভও শোকেসে ভরেছেন তিনি।

দ্য বিগ ইন্টারভিউকে হেরেরা বলেন, আমার দেখা এ মুহূর্তে সেরা গোলকিপার ডেভিড। আমি মনে করি, তার অনেক কিছু ঈশ্বরপ্রদত্ত। গোলে সে ঈশ্বরেরই পছন্দ। যেমনটি আক্রমণভাগে মেসি। এ দুই স্থানে স্রষ্টার পছন্দ তারাই।

তথ্যসূত্র: গোল ডটকম

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

‘ঈশ্বরের পছন্দের জায়গাতেই খেলেন মেসি-ডি গিয়া’


‘ঈশ্বরের পছন্দের জায়গাতেই খেলেন মেসি-ডি গিয়া’

প্রায় দেড় যুগ ধরে বার্সেলোনায় খেলছেন মেসি। কাতালানদের আক্রমণভাগে ইস্কাফনের টেক্কা তিনিই। যার অসাধারণ ড্রিবল, ক্রস, ভলি, ডিফেন্সচেরা পাস, নাটমেগ, ব্যাকহিল, ফ্রি-কিক, কাটব্যাকে মুগ্ধ বিশ্বের কোটি ফুটবল অনুরাগী।

ছোট ম্যাজিসিয়ানের তুলনায় ডি গিয়ার ক্যারিয়ার ততটা লম্বা নয়। তবে অল্প সময়ের মধ্যেই গোলবারের নিচে আস্থার প্রতীক তিনি। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কয়েকটি ম্যাচে তার অসাধারণ সেভিং দক্ষতা নজর কেড়েছে সবার।

হালের দুই মেরুর দুই ফুটবলারের পারফরম্যান্সে ভীষণ মুগ্ধ আন্দার হেরেরা। ম্যানইউতে ডি গিয়ার সতীর্থ তিনি। খুব কাছ থেকে তার কারিকুরি, কর্মকাণ্ড অবলোকন করেন এ স্প্যানিশ। তাই মেসির কাতারেই সতীর্থকে রাখছেন এ মিডফিল্ডার।

হেরেরা বলেন, মেসি খেলেন আক্রমণভাগে। গোলবারের নিচে ডি গিয়া। ওই দুই স্থানের জন্য তারাই পারফেক্ট। ঈশ্বরেরও পছন্দ তাই।

অনন্য নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ফ্যানস ‘প্লেয়ার অব দ্য ইয়ার’ জিতেছেন ডি গিয়া। এ নিয়ে চতুর্থবার এ মুকুট জিতলেন এ স্প্যানিশ। এবার প্রিমিয়ার লিগ গোল্ডেন গ্লোভও শোকেসে ভরেছেন তিনি।

দ্য বিগ ইন্টারভিউকে হেরেরা বলেন, আমার দেখা এ মুহূর্তে সেরা গোলকিপার ডেভিড। আমি মনে করি, তার অনেক কিছু ঈশ্বরপ্রদত্ত। গোলে সে ঈশ্বরেরই পছন্দ। যেমনটি আক্রমণভাগে মেসি। এ দুই স্থানে স্রষ্টার পছন্দ তারাই।

তথ্যসূত্র: গোল ডটকম

বিডিপ্রেস/আরজে