BDpress

ছেলেদের সঙ্গে অভিমান করে বাবার আত্মহত্যা

জেলা প্রতিবেদক

অ+ অ-
ছেলেদের সঙ্গে অভিমান করে বাবার আত্মহত্যা
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাগুড়ি বাকাই গ্রামে ছেলেদের থেকে ভরণপোষণ না পেয়ে অভাব-অনটনে কীটনাশক পানে তিন সন্তানের জনক দ্বীগবিজয় হালদার (৭৫) আত্মহত্যা করেছেন।

গৌরনদী থানা পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে বরিশাল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী জানায়, দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক দ্বীগবিজয় হালদার। সন্তানরা বাবা-মায়ের ভরণপোষণ ও খোঁজখবর নিত না। এ নিয়ে ছেলেদের সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকতো।

ভরণপোষণ না পেয়ে ছেলেদের সঙ্গে অভিমান করে মঙ্গলবার রাতে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে মন্দিরের পেছনের বাগানের মধ্যে কীটনাশক পান করে দ্বীগবিজয়। সকালে বাড়ির লোকজন মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

গৌরনদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, বুধবার দুপুরে মরদেহ ময়নাতন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বাবার প্রতি সন্তানদের অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

ছেলেদের সঙ্গে অভিমান করে বাবার আত্মহত্যা


ছেলেদের সঙ্গে অভিমান করে বাবার আত্মহত্যা

গৌরনদী থানা পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে বরিশাল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী জানায়, দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক দ্বীগবিজয় হালদার। সন্তানরা বাবা-মায়ের ভরণপোষণ ও খোঁজখবর নিত না। এ নিয়ে ছেলেদের সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকতো।

ভরণপোষণ না পেয়ে ছেলেদের সঙ্গে অভিমান করে মঙ্গলবার রাতে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে মন্দিরের পেছনের বাগানের মধ্যে কীটনাশক পান করে দ্বীগবিজয়। সকালে বাড়ির লোকজন মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

গৌরনদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, বুধবার দুপুরে মরদেহ ময়নাতন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বাবার প্রতি সন্তানদের অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিডিপ্রেস/আরজে