BDpress

স্পেনের নতুন কোচ ফের্নান্দো ইয়েররো

ক্রীড়া ডেস্ক

অ+ অ-
স্পেনের নতুন কোচ ফের্নান্দো ইয়েররো
বিশ্বকাপের একদিন আগেই চাকরি থেকে বরখাস্ত হলেন স্পেন কোচ হুলেন লোপেতেগি। তার বরখাস্ত হওয়ার ১২ ঘন্টা না যেতেই নতুন কোচ নিয়োগ দিয়েছে স্পেন। লোপেতেগির উত্তরসূরি হিসেবে বিশ্বকাপে স্পেনের কোচের দায়িত্ব পালন করবেন রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার ফের্নান্দো ইয়েররো।

২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন ফের্নান্দো ইয়েররো।

গত নভেম্বর থেকে স্পেনের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। বিশ্বকাপে তার অধীনেই খেলবে স্পেন।

গতকাল মঙ্গলবার স্পেনের কোচকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেয় রিয়াল মাদ্রিদ। এই খবর চাউর হতেই পরের দিন লোপেতেগিকে বরখাস্ত করে স্পেনের ফুটবল ফেডারেশন।

বরখাস্তের কারণ হিসেবে স্পেন ফুটবল ফেডারেশন জানায়, লোপেতেগি রিয়ালের সঙ্গে যোগাযোগের বিষয়ে কোন তথ্য জানায়নি। তথ্য গোপন করায় তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার শুরু হবে রাশিয়া বিশ্বকাপ। পরের দিন শুক্রবার পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে স্পেনের।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

স্পেনের নতুন কোচ ফের্নান্দো ইয়েররো


স্পেনের নতুন কোচ ফের্নান্দো ইয়েররো

২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন ফের্নান্দো ইয়েররো।

গত নভেম্বর থেকে স্পেনের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। বিশ্বকাপে তার অধীনেই খেলবে স্পেন।

গতকাল মঙ্গলবার স্পেনের কোচকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেয় রিয়াল মাদ্রিদ। এই খবর চাউর হতেই পরের দিন লোপেতেগিকে বরখাস্ত করে স্পেনের ফুটবল ফেডারেশন।

বরখাস্তের কারণ হিসেবে স্পেন ফুটবল ফেডারেশন জানায়, লোপেতেগি রিয়ালের সঙ্গে যোগাযোগের বিষয়ে কোন তথ্য জানায়নি। তথ্য গোপন করায় তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার শুরু হবে রাশিয়া বিশ্বকাপ। পরের দিন শুক্রবার পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে স্পেনের।

বিডিপ্রেস/আরজে