BDpress

যশোরে জৈব পদ্ধতিতে করলা চাষে লাভবান কৃষক

জেলা প্রতিবেদক

অ+ অ-
যশোরে জৈব পদ্ধতিতে করলা চাষে লাভবান কৃষক
যশোরের অধিকাংশ এলাকায় জৈব পদ্ধতিতে করলা চাষ করছেন কৃষক। এতে প্রচলিত পদ্ধতির তুলনায় অনেক বেশি লাভবান তারা। বাজারে বিষমুক্ত এ করলার চাহিদা যেমন বেশি ও চাষে খরচও হচ্ছে কম।

যশোরের আগে করলা ক্ষেতে পোকা দমনে কীটনাশক ব্যবহার করতেন চাষি। যা ছিল ব্যয়বহুল ও স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। পরে তারা কৃষি বিভাগের পরামর্শে করলা চাষে জৈব বালাইনাশক ব্যবহার শুরু করেন।

বাজারে বিষমুক্ত সবজির চাহিদা ও দাম বেশি থাকলেও সুষ্ঠু বাজার কাঠামো না থাকায় সমস্যায় পড়তে হয় চাষীকে। এজন্য বিষমুক্ত সবজির একটি নির্দিষ্ট বাজার স্থাপনের দাবিও রয়েছে তাদের।

বিষমুক্ত করলা চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

যশোর জেলায় এবছর ৭শ’ ৫০ হেক্টর জমিতে করলার চাষ হয়েছে। এর মধ্যে শুধুমাত্র সদর উপজেলায় চাষ হয়েছে ২৩৫ হেক্টর জমিতে।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

যশোরে জৈব পদ্ধতিতে করলা চাষে লাভবান কৃষক


যশোরে জৈব পদ্ধতিতে করলা চাষে লাভবান কৃষক

যশোরের আগে করলা ক্ষেতে পোকা দমনে কীটনাশক ব্যবহার করতেন চাষি। যা ছিল ব্যয়বহুল ও স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। পরে তারা কৃষি বিভাগের পরামর্শে করলা চাষে জৈব বালাইনাশক ব্যবহার শুরু করেন।

বাজারে বিষমুক্ত সবজির চাহিদা ও দাম বেশি থাকলেও সুষ্ঠু বাজার কাঠামো না থাকায় সমস্যায় পড়তে হয় চাষীকে। এজন্য বিষমুক্ত সবজির একটি নির্দিষ্ট বাজার স্থাপনের দাবিও রয়েছে তাদের।

বিষমুক্ত করলা চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

যশোর জেলায় এবছর ৭শ’ ৫০ হেক্টর জমিতে করলার চাষ হয়েছে। এর মধ্যে শুধুমাত্র সদর উপজেলায় চাষ হয়েছে ২৩৫ হেক্টর জমিতে।

বিডিপ্রেস/আরজে