BDpress

চাকরিত অবস্থায় যে ৫টি কাজ কখনই করবেন না

বিডিপ্রেস ডেস্ক

অ+ অ-
চাকরিত অবস্থায় যে ৫টি কাজ কখনই করবেন না
চাকরিত অবস্থায় কিছু কাজ করা কখনই ঠিক নয়।মনে রাখবেন আপনি যে চাকরি করছেন সেই চাকরির জন্য অনেকেই অনবরত চেষ্টা করছে। তাই চাকরিরত অবস্থায় এমন কিছু কাজ করা ঠিক নয় যাতে আপনার সাধের চাকরিটিই চলে যেতে পারে। আপনার পরিশ্রম এবং আকর্ষণীয় ব্যক্তিত্বই পারে ধীরে ধীরে আপনাকে ওপরের দিকে নিয়ে যেতে। তাই চাকরিরত অবস্থায় এই ৫টি কাজ কখনই করবেন না-

১। রাগের মাথায় চাকরি ছাড়বেন না: কখনো রাগের মাথায় জব ছারবেন না,তাতে আল্টিমেট ক্ষতি আপনার হবে।এমন সিচুয়েশন হলে যে কোন একটা অজুহাতে অফিস থেকে ছুটি নিয়ে বেড় হয়ে যান,নিজেকে সময় দিন,নিজের সাথে কথা বলুন,একা থাকুন।পার্কে বা কোন নিরিবিলি যায়গায় বসে বাদাম বা ঝালমুড়ি খান।আর ভাবুন এই জবের টাকায় আপনি বা আপনার ফ্যামিলি চলে।ইভেন এই বাদাম খাওয়াও চলে।বন্ধুবান্ধব যতই থাকুক মাস শেষে বেতনের টাকাটা তারা আপনাকে দেবে না।আশা করি আপনার মাথা ঠান্ডা হবে।না হলে খুব তিতা সত্যি একটা কথা বলি?শূন্যস্থান পূরন হয়ে যায় দ্রুত,কারন ভাত ছেটালে কাকের অভাব নেই এই শহরে।

২। অফিসের বদনাম করবেন না: কখনো অফিসে বসে অফিসের বদনাম করবেন না,সমালোচনা করবেন না।ভাল না লাগলে জব খুজে বর্তমান জব ছেরে দিন।মাস গেলে এই অফিস ই কিন্তু আপনাকে বেতন দেয়।সো নৈতিক ভাবে এই কাজগুলি আপনি করতে পারেন না।

৩। মালিকের ক্ষোভ হয় এমনকিছু বলবেন না: কখনো মালিকের ইগো হার্ট হয় এমন কিছু করবেন না/বলবেন না।যত বড় পোষ্ট ই আপনার হোক না কেন  দিনান্তে আপনি কিন্তু কর্মচারী/কর্মকর্তা।মালিক কিন্তু মালিক ই।তা সে চায়ের দোকানের হোক বা কোন কোম্পানীর।তখন কিন্তু কোন এইচয়ার পলিসি বা শ্রম আইন মালিক মানবে না।মানতে সে বাধ্য নয়।

৪। অযথা সহকর্মীদের পিছনে লাগবেন না: কখনো নিজের সামান্য সুবিধার/লাভের জন্য অন্য কলিগের পিছে লাগবেন না,ক্ষতি করবেন না।মনে রাখবেন আজ যার জন্য আপনি গর্ত খুড়ছেন,কাল তার চাইতেও বড় গর্তে আপনি পরবেন।এটাই প্রকৃতির নিয়ম।

৫। মিথ্যে অজুহাতে ছুটি কাটাবেন না: অসুস্থ সবাই হতে পারে, এর ওপর আমাদের হাত নেই। আপনি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতেই পারেন। কিন্তু আপনি সত্যিই অসুস্থ হয়েছেন কিনা তা বুঝা যায়। তাই যদি মিথ্যা অসুস্থতার অজুহাত দেখিয়ে ছুটি কাটানোর ঝুঁকি নেন, তবে আপনার সততা নিয়ে প্রশ্ন উঠবে। তবে সত্যি অসুস্থ হলে তার জন্য দুঃখ প্রকাশ করলে তা প্রশংসার সাথে গ্রহণ করা হবে।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

চাকরিত অবস্থায় যে ৫টি কাজ কখনই করবেন না


চাকরিত অবস্থায় যে ৫টি কাজ কখনই করবেন না

১। রাগের মাথায় চাকরি ছাড়বেন না: কখনো রাগের মাথায় জব ছারবেন না,তাতে আল্টিমেট ক্ষতি আপনার হবে।এমন সিচুয়েশন হলে যে কোন একটা অজুহাতে অফিস থেকে ছুটি নিয়ে বেড় হয়ে যান,নিজেকে সময় দিন,নিজের সাথে কথা বলুন,একা থাকুন।পার্কে বা কোন নিরিবিলি যায়গায় বসে বাদাম বা ঝালমুড়ি খান।আর ভাবুন এই জবের টাকায় আপনি বা আপনার ফ্যামিলি চলে।ইভেন এই বাদাম খাওয়াও চলে।বন্ধুবান্ধব যতই থাকুক মাস শেষে বেতনের টাকাটা তারা আপনাকে দেবে না।আশা করি আপনার মাথা ঠান্ডা হবে।না হলে খুব তিতা সত্যি একটা কথা বলি?শূন্যস্থান পূরন হয়ে যায় দ্রুত,কারন ভাত ছেটালে কাকের অভাব নেই এই শহরে।

২। অফিসের বদনাম করবেন না: কখনো অফিসে বসে অফিসের বদনাম করবেন না,সমালোচনা করবেন না।ভাল না লাগলে জব খুজে বর্তমান জব ছেরে দিন।মাস গেলে এই অফিস ই কিন্তু আপনাকে বেতন দেয়।সো নৈতিক ভাবে এই কাজগুলি আপনি করতে পারেন না।

৩। মালিকের ক্ষোভ হয় এমনকিছু বলবেন না: কখনো মালিকের ইগো হার্ট হয় এমন কিছু করবেন না/বলবেন না।যত বড় পোষ্ট ই আপনার হোক না কেন  দিনান্তে আপনি কিন্তু কর্মচারী/কর্মকর্তা।মালিক কিন্তু মালিক ই।তা সে চায়ের দোকানের হোক বা কোন কোম্পানীর।তখন কিন্তু কোন এইচয়ার পলিসি বা শ্রম আইন মালিক মানবে না।মানতে সে বাধ্য নয়।

৪। অযথা সহকর্মীদের পিছনে লাগবেন না: কখনো নিজের সামান্য সুবিধার/লাভের জন্য অন্য কলিগের পিছে লাগবেন না,ক্ষতি করবেন না।মনে রাখবেন আজ যার জন্য আপনি গর্ত খুড়ছেন,কাল তার চাইতেও বড় গর্তে আপনি পরবেন।এটাই প্রকৃতির নিয়ম।

৫। মিথ্যে অজুহাতে ছুটি কাটাবেন না: অসুস্থ সবাই হতে পারে, এর ওপর আমাদের হাত নেই। আপনি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতেই পারেন। কিন্তু আপনি সত্যিই অসুস্থ হয়েছেন কিনা তা বুঝা যায়। তাই যদি মিথ্যা অসুস্থতার অজুহাত দেখিয়ে ছুটি কাটানোর ঝুঁকি নেন, তবে আপনার সততা নিয়ে প্রশ্ন উঠবে। তবে সত্যি অসুস্থ হলে তার জন্য দুঃখ প্রকাশ করলে তা প্রশংসার সাথে গ্রহণ করা হবে।

বিডিপ্রেস/আরজে