BDpress

বাণিজ্যিক সমস্যা সমাধানে সোনামসজিদ স্থলবন্দরে বৈঠক

জেলা প্রতিবেদক

অ+ অ-
বাণিজ্যিক সমস্যা সমাধানে সোনামসজিদ স্থলবন্দরে বৈঠক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও ভারতের মহদিপুর স্থলবন্দরের উভয় দেশের ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে উভয় বন্দরের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া উভয় বন্দরের ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু, সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু, পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পক্ষে মাইনুল ইসলাম অংশ নেয়।

অপরদিকে ভারতের মহদিপুর স্থলবন্দরের পক্ষে আমদানি-রপ্তানী অ্যাসোসিয়েশনের সভাপতি লিখিল চন্দ্র ঘোষ, মহদিপুর স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডল, শ্রী অজয় কুমার দাস, তপন কুমার দাস, ফিরোজ খান, বিপ্লব চন্দ্র সরকারসহ প্রমুখ। 

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

বাণিজ্যিক সমস্যা সমাধানে সোনামসজিদ স্থলবন্দরে বৈঠক


বাণিজ্যিক সমস্যা সমাধানে সোনামসজিদ স্থলবন্দরে বৈঠক

রোববার বিকালে সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও বাণিজ্যিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া উভয় বন্দরের ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানীকারক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু, সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু, পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পক্ষে মাইনুল ইসলাম অংশ নেয়।

অপরদিকে ভারতের মহদিপুর স্থলবন্দরের পক্ষে আমদানি-রপ্তানী অ্যাসোসিয়েশনের সভাপতি লিখিল চন্দ্র ঘোষ, মহদিপুর স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডল, শ্রী অজয় কুমার দাস, তপন কুমার দাস, ফিরোজ খান, বিপ্লব চন্দ্র সরকারসহ প্রমুখ। 

বিডিপ্রেস/আরজে