BDpress

নতুন দুই গ্যালাক্সি স্মার্টওয়াচ আনছে স্যামসাং

বিডিপ্রেস ডেস্ক

অ+ অ-
নতুন দুই গ্যালাক্সি স্মার্টওয়াচ আনছে স্যামসাং
এই বছরেই নতুন গ্যালাক্সি ওয়াচ প্রকাশ করতে পারে স্যামসাং। একেবারে নতুন এবং ভিন্ন ধরণের হবে স্যামসংয়ের নতুন গ্যালাক্সি ওয়াচগুলি। তবে আকারে পার্থক্য থাকলেও ডিভাইস দু’টিতে খুব বেশি ভিন্নতা থাকবে না বলেই জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

স্মার্টওয়াচ দু’টির মধ্যে বড় গ্যালাক্সি ওয়াচটি হতে পারে স্পোর্টস আপডেট। আর ছোট আকারের ডিভাইসটি হবে পুরোনগুলির মতোও। তবে নকশা, যার ব্যান্ডগুলো পরিবর্তন করা যাবে বলে জানা গেছে।

দুটি মডেলের নাম একই হবে। ওয়াইফাই ২.৪ গিগাহার্টজ বি/জি/এন-এর সঙ্গে অনেকগুলো এলটিই ব্যান্ড সমর্থন করবে নতুন গ্যালাক্সি ওয়াচ। চলতি সপ্তাহের শুরুতে নতুন গ্যালাক্সি ওয়াচের অনুমোদন দিয়েছে এফসিসি। তবে, নতুন ডিভাইসটির কোনও ছবি প্রকাশ করা হয়নি। এমনকি কবে এগুলি প্রকাশ্যে আসতে পারে সে বিষয়েও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
বিডিপ্রেস/আলীএ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

নতুন দুই গ্যালাক্সি স্মার্টওয়াচ আনছে স্যামসাং


নতুন দুই গ্যালাক্সি স্মার্টওয়াচ আনছে স্যামসাং

স্মার্টওয়াচ দু’টির মধ্যে বড় গ্যালাক্সি ওয়াচটি হতে পারে স্পোর্টস আপডেট। আর ছোট আকারের ডিভাইসটি হবে পুরোনগুলির মতোও। তবে নকশা, যার ব্যান্ডগুলো পরিবর্তন করা যাবে বলে জানা গেছে।

দুটি মডেলের নাম একই হবে। ওয়াইফাই ২.৪ গিগাহার্টজ বি/জি/এন-এর সঙ্গে অনেকগুলো এলটিই ব্যান্ড সমর্থন করবে নতুন গ্যালাক্সি ওয়াচ। চলতি সপ্তাহের শুরুতে নতুন গ্যালাক্সি ওয়াচের অনুমোদন দিয়েছে এফসিসি। তবে, নতুন ডিভাইসটির কোনও ছবি প্রকাশ করা হয়নি। এমনকি কবে এগুলি প্রকাশ্যে আসতে পারে সে বিষয়েও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
বিডিপ্রেস/আলী