BDpress

আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

অ+ অ-
আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা
আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার কার্যক্রম শুরু হচ্ছে ১ আগস্ট। এ সময়সীমা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। তবে পরে এর মেয়াদ বাড়ানো যেতে পারে।

দুবাইয়ের শাসক ও ইউএইর প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। অবৈধ প্রবাসীরা জেলজরিমানা ছাড়াই অন্য কোম্পানিতে নতুনভাবে ভিসা লাগাতে পারবেন এবং আউট পাসে দেশেও যেতে পারবেন। তবে ভিসা জটিলতার কারণে বাংলাদেশিরা শুধু আরবি ঘর ও পার্টনার ভিসা লাগাতে পারবেন। কারণ বাংলাদেশিদের শ্রমিক ভিসা বন্ধ আছে।

আউট পাসের মাধ্যমে অবৈধ প্রবাসীরা ইউএই ত্যাগ করে দেশে যেতে চাইলে দূতাবাসের মাধ্যমে যেতে পারবেন। এতে কোনো জেলজরিমানা থাকবে না।

তবে যারা ইউএইতে অবৈধ অনুপ্রবেশ তথা ওমান বা ইরান কিংবা সমুদ্রপথে এসেছিল তাদের ক্ষেত্রে দুই বছরের নো এন্ট্রি ব্যান পড়বে। দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর তারা চাইলে আবার আমিরাতে আসতে পারবেন।

এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসও বাংলাদেশি অবৈধ প্রবাসীদের প্রবেশ প্রক্রিয়া সহজ করার জন্য নানারকম কার্যক্রম হাতে নিয়েছে।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা


আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা

দুবাইয়ের শাসক ও ইউএইর প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। অবৈধ প্রবাসীরা জেলজরিমানা ছাড়াই অন্য কোম্পানিতে নতুনভাবে ভিসা লাগাতে পারবেন এবং আউট পাসে দেশেও যেতে পারবেন। তবে ভিসা জটিলতার কারণে বাংলাদেশিরা শুধু আরবি ঘর ও পার্টনার ভিসা লাগাতে পারবেন। কারণ বাংলাদেশিদের শ্রমিক ভিসা বন্ধ আছে।

আউট পাসের মাধ্যমে অবৈধ প্রবাসীরা ইউএই ত্যাগ করে দেশে যেতে চাইলে দূতাবাসের মাধ্যমে যেতে পারবেন। এতে কোনো জেলজরিমানা থাকবে না।

তবে যারা ইউএইতে অবৈধ অনুপ্রবেশ তথা ওমান বা ইরান কিংবা সমুদ্রপথে এসেছিল তাদের ক্ষেত্রে দুই বছরের নো এন্ট্রি ব্যান পড়বে। দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর তারা চাইলে আবার আমিরাতে আসতে পারবেন।

এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাসও বাংলাদেশি অবৈধ প্রবাসীদের প্রবেশ প্রক্রিয়া সহজ করার জন্য নানারকম কার্যক্রম হাতে নিয়েছে।

বিডিপ্রেস/আরজে