BDpress

সিলেটে জামানত হারালেন জামায়াত প্রার্থী

বিডিপ্রেস ডেস্ক

অ+ অ-
সিলেটে জামানত হারালেন জামায়াত প্রার্থী
সিলেট সিটি নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গী জামায়াত মেয়র পদে প্রার্থী দেয়। দলটির মহানগর শাখার আমির এহসানুল মাহবুব জুবায়ের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জুবায়ের ভোট পেয়েছেন ১০ হাজার ৯৫৪ ভোট।

নির্বাচনে কাস্ট হওয়া ভোটের মধ্যে সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। ইসির আইন অনুসারে, জামানত টিকিয়ে রাখতে হলে কাস্ট হওয়া মোট ভোটের সাড়ে ১২ শতাংশ পেতে হবে।

নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের পক্ষে দলীয় প্রতীক নিয়ে ভোটে দাঁড়ানো সম্ভব ছিল না। তাই টেবিল ঘড়ি প্রতীকে ভোট করতে হয়েছে জুবায়েরকে।

১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টিতে জামায়াত নেতা ভোট পেয়েছেন ১০ হাজার ৯৫৪টি। ভোট পড়েছে মোট এক লাখ ৯১ হাজার ২৮৯টি। অর্থাৎ শতকরা হিসেবে জামায়াত নেতা ভোট পেয়েছেন মাত্র ৫.৭ শতাংশ।
বিডিপ্রেস/আলী


এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

সিলেটে জামানত হারালেন জামায়াত প্রার্থী


সিলেটে জামানত হারালেন জামায়াত প্রার্থী

নির্বাচনে কাস্ট হওয়া ভোটের মধ্যে সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। ইসির আইন অনুসারে, জামানত টিকিয়ে রাখতে হলে কাস্ট হওয়া মোট ভোটের সাড়ে ১২ শতাংশ পেতে হবে।

নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতের পক্ষে দলীয় প্রতীক নিয়ে ভোটে দাঁড়ানো সম্ভব ছিল না। তাই টেবিল ঘড়ি প্রতীকে ভোট করতে হয়েছে জুবায়েরকে।

১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টিতে জামায়াত নেতা ভোট পেয়েছেন ১০ হাজার ৯৫৪টি। ভোট পড়েছে মোট এক লাখ ৯১ হাজার ২৮৯টি। অর্থাৎ শতকরা হিসেবে জামায়াত নেতা ভোট পেয়েছেন মাত্র ৫.৭ শতাংশ।
বিডিপ্রেস/আলী