BDpress

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের ‘হেলথ ক্যাম্প’

নিজস্ব প্রতিবেদক

অ+ অ-
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের ‘হেলথ ক্যাম্প’
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিল ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

হেলথ ক্যাম্প অনুষ্ঠানে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম ও ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্বাক্ষরিত হয়।

ফোরামের প্রতিটি সদস্যকে একটি কার্ড দেয়া হবে। যার মাধ্যমে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্যরা নিজের এবং পরিবারের ৫ সদস্যদের ৪০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও অন্যান্য চিকিৎসায় থাকছে বিশেষ ছাড়।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, আমরা যেখানে বসবাস করছি সেখানে বিভিন্ন সমস্যা রয়েছে, আবার কিছু প্রত্যাশাও রয়েছে। আমরা সবাই পরিচ্ছন্ন নগর চাই একটি নিরাপদ নগর চাই। সরকার থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও সেবা সংস্থাসহ আমরা যারা নাগরিক আছি সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে নগরীকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আজকের ‘হেলথ ক্যাম্প’ টির এমন আয়োজনের জন্য সংগঠটি প্রশংসার দাবিদার।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সভাপতি অমিতোষ পালের সভাপতিত্বে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিন আবদুল্লাহ, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনিরুজ্জামান প্রমুখ।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের ‘হেলথ ক্যাম্প’


নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের ‘হেলথ ক্যাম্প’

সোমবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

হেলথ ক্যাম্প অনুষ্ঠানে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম ও ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক সমঝোতা স্বাক্ষরিত হয়।

ফোরামের প্রতিটি সদস্যকে একটি কার্ড দেয়া হবে। যার মাধ্যমে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্যরা নিজের এবং পরিবারের ৫ সদস্যদের ৪০ শতাংশ ছাড়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও অন্যান্য চিকিৎসায় থাকছে বিশেষ ছাড়।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, আমরা যেখানে বসবাস করছি সেখানে বিভিন্ন সমস্যা রয়েছে, আবার কিছু প্রত্যাশাও রয়েছে। আমরা সবাই পরিচ্ছন্ন নগর চাই একটি নিরাপদ নগর চাই। সরকার থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও সেবা সংস্থাসহ আমরা যারা নাগরিক আছি সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে নগরীকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আজকের ‘হেলথ ক্যাম্প’ টির এমন আয়োজনের জন্য সংগঠটি প্রশংসার দাবিদার।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সভাপতি অমিতোষ পালের সভাপতিত্বে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিন আবদুল্লাহ, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনিরুজ্জামান প্রমুখ।

বিডিপ্রেস/আরজে