শোক দিবসে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের আয়োজন
বিনোদন ডেস্ক

রাজধানীর শাহবাগের গণগ্রন্থাগার অধিদফতরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ প্রদর্শনী হবে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সহকারী পরিচালক (বিক্রি, বিতরণ ও প্রদর্শনী) আবদুল্লাহ শিবলি সাদিক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৫ আগস্ট বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠান উদ্বোধন করবেন। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, প্রদর্শনীর দ্বিতীয় দিনে ১৬ আগস্ট আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার।
দু’দিনব্যাপী এ প্রদর্শনীতে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্র ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ প্রদর্শন করা হবে। এছাড়াও ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’, ‘অসমাপ্ত মহাকাব্য’, ‘স্বাধীনতা আমাদের কি করে হলো’, ‘আমাদের বঙ্গবন্ধু’, ‘সোনালী দিনগুলো’ এবং ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রামাণ্যচিত্রসমূহ প্রদর্শিত হবে।
প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
বিডিপ্রেস/আরজে
এ সম্পর্কিত অন্যান্য খবর

শোক দিবসে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের আয়োজন

রাজধানীর শাহবাগের গণগ্রন্থাগার অধিদফতরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ প্রদর্শনী হবে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সহকারী পরিচালক (বিক্রি, বিতরণ ও প্রদর্শনী) আবদুল্লাহ শিবলি সাদিক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৫ আগস্ট বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠান উদ্বোধন করবেন। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, প্রদর্শনীর দ্বিতীয় দিনে ১৬ আগস্ট আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার।
দু’দিনব্যাপী এ প্রদর্শনীতে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্র ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ প্রদর্শন করা হবে। এছাড়াও ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’, ‘অসমাপ্ত মহাকাব্য’, ‘স্বাধীনতা আমাদের কি করে হলো’, ‘আমাদের বঙ্গবন্ধু’, ‘সোনালী দিনগুলো’ এবং ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রামাণ্যচিত্রসমূহ প্রদর্শিত হবে।
প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
বিডিপ্রেস/আরজে