BDpress

শেষের পথে জায়েদ-মৌয়ের ‘প্রতিশোধের আগুন’

বিনোদন ডেস্ক

অ+ অ-
শেষের পথে জায়েদ-মৌয়ের ‘প্রতিশোধের আগুন’
পরীমনির সঙ্গে জুটি বেঁধে ‘অন্তর জ্বালা’ ছবি দিয়ে প্রশংসিত হয়েছেন ঢাকাই ছবির চিত্রনায়ক জায়েদ খান। এরপর আরও বেশ কিছু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম একটি ‘প্রতিশোধের আগুন’। এই ছবিতে জায়েদ খানের বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নবাগতা নায়িকা মৌ খান।

মোহাম্মদ আসলাম পরিচালিত ছবিটির ৮০ ভাগ শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। এখন চলছে গানের দৃশ্যায়ণ। জায়েদ খান জানালেন, নারায়ণগঞ্জের মনোরম লোকেশনে রোমান্টিক গানের দৃশ্যে অংশ নিচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন মৌ।

ছবিটি সম্পর্কে জায়েদ খান বলেন, ‘বেশ চমৎকার একটি গল্প। নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি এই ছবিতে। দর্শক এখানে বিনোদনের ফুল প্যাকেজ পাবেন। থাকবে শ্রুতিমধুর কিছু গানও। এটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস’।

‘প্রতিশোধের আগুন’ ছবিতে জায়েদ-মৌ ছাড়া আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, ড্যানি সিডাক, রেবেকা প্রমুখ। চলতি বছরেই ছবিটি প্রেক্ষাগৃহে আসবে বলে জানান জায়েদ খান।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

শেষের পথে জায়েদ-মৌয়ের ‘প্রতিশোধের আগুন’


শেষের পথে জায়েদ-মৌয়ের ‘প্রতিশোধের আগুন’

মোহাম্মদ আসলাম পরিচালিত ছবিটির ৮০ ভাগ শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। এখন চলছে গানের দৃশ্যায়ণ। জায়েদ খান জানালেন, নারায়ণগঞ্জের মনোরম লোকেশনে রোমান্টিক গানের দৃশ্যে অংশ নিচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন মৌ।

ছবিটি সম্পর্কে জায়েদ খান বলেন, ‘বেশ চমৎকার একটি গল্প। নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি এই ছবিতে। দর্শক এখানে বিনোদনের ফুল প্যাকেজ পাবেন। থাকবে শ্রুতিমধুর কিছু গানও। এটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস’।

‘প্রতিশোধের আগুন’ ছবিতে জায়েদ-মৌ ছাড়া আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, ড্যানি সিডাক, রেবেকা প্রমুখ। চলতি বছরেই ছবিটি প্রেক্ষাগৃহে আসবে বলে জানান জায়েদ খান।

বিডিপ্রেস/আরজে