BDpress

ঢাবিতে ভর্তি আবেদনের সময় দুই দিন বাড়লো

নিজস্ব প্রতিবেদক

অ+ অ-
ঢাবিতে ভর্তি আবেদনের সময় দুই দিন বাড়লো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন করার সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে জানানো হয়- আগামী ২৮ আগস্ট মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে।

এর আগে এই সময়সীমা ছিল আগামী ২৬ আগস্ট রোববার রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ে ঈদ-উল-আজহার ছুটি বিবেচনায় নিয়ে আবেদনের এই সময়সীমা বর্ধিত করা হয়েছে।

উল্লেখ্য, অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া গত ৩১ জুলাই মঙ্গলবার শুরু হয়।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

ঢাবিতে ভর্তি আবেদনের সময় দুই দিন বাড়লো


ঢাবিতে ভর্তি আবেদনের সময় দুই দিন বাড়লো

সেখানে জানানো হয়- আগামী ২৮ আগস্ট মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে।

এর আগে এই সময়সীমা ছিল আগামী ২৬ আগস্ট রোববার রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ে ঈদ-উল-আজহার ছুটি বিবেচনায় নিয়ে আবেদনের এই সময়সীমা বর্ধিত করা হয়েছে।

উল্লেখ্য, অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া গত ৩১ জুলাই মঙ্গলবার শুরু হয়।

বিডিপ্রেস/আরজে