ফেসবুকে ‘উস্কানিমূলক’ পোস্ট দেয়ায় ২ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

গ্রেফতারকৃতরা হলেন- আহমাদ হোসাইন (১৯) ও নাজমুস সাকিব (২৪)।
বুধবার বিকালে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি দাবি করেন, গ্রেফতার দুজনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়া চেষ্টা করেছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শারমিন জাহান আরও বলেন, আসামিদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭(২) ও ৬৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৪। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানান চেষ্টা চলছে।
বিডিপ্রেস/আরজে
এ সম্পর্কিত অন্যান্য খবর

ফেসবুকে ‘উস্কানিমূলক’ পোস্ট দেয়ায় ২ জন গ্রেফতার

গ্রেফতারকৃতরা হলেন- আহমাদ হোসাইন (১৯) ও নাজমুস সাকিব (২৪)।
বুধবার বিকালে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি দাবি করেন, গ্রেফতার দুজনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়া চেষ্টা করেছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শারমিন জাহান আরও বলেন, আসামিদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭(২) ও ৬৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ২৪। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানান চেষ্টা চলছে।
বিডিপ্রেস/আরজে