BDpress

নিক-প্রিয়াঙ্কার বাগদানের মুহূর্ত

বিনোদন ডেস্ক

অ+ অ-
নিক-প্রিয়াঙ্কার বাগদানের মুহূর্ত
অবশেষে আনুষ্ঠানিকভাবে বাগদান পর্ব সারলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। শনিবার সকালে প্রিয়াঙ্কার মুম্বাইয়ের বাড়িতে বিয়ের আগে ‘রোকা’ অর্থাৎ পাঞ্জাবি প্রথায় আশীর্বাদের অনুষ্ঠান হয়। এ সময় দুই পরিবারের সদস্যদের মধ্যে শুকনো ফল, মিষ্টি আদান-প্রদান হয়। এই অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ের জন্য সম্মতি দেন পাত্র-পাত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর, রোকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, বোন পরিণীতি চোপড়াসহ ঘনিষ্ঠ আত্মীয়রা। এদিন হালকা হলুদ পোশাকে সেজেছিলেন প্রিয়াঙ্কা। নিকের পরনে ছিল সাদা চুড়ি পাঞ্জাবি। নিকের বাবা-মা ডেনিস এবং কেভিন জোনাস গোটা অনুষ্ঠানেই হাজির ছিলেন। তাদের পরনে ছিল ভারতীয় পোশাক।

আনুষ্ঠানিক বাগদানের পর হবু বর নিক জোনাস প্রিয়াঙ্কাকে সম্বোধন করেছেন, ‘ফিউচার মিসেস জোনাস’ নামে। টুইটারে তিনি লিখেছেন, ‘হবু মিসেস জোনাস! আমার হৃদয়, আমার ভালোবাসা।’ এরপর প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘হৃদয় ও আত্মা থেকে’ গ্রহণ করেছেন তাকে।

জানা গেছে, আলিয়া ভাট, প্রীতি জিনতা, অর্পিতা খানসহ একাধিক বলিউড তারকা নব দম্পতিকে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

বিডিপ্রেস/আরজে

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

নিক-প্রিয়াঙ্কার বাগদানের মুহূর্ত


নিক-প্রিয়াঙ্কার বাগদানের মুহূর্ত

ভারতীয় গণমাধ্যমের খবর, রোকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, বোন পরিণীতি চোপড়াসহ ঘনিষ্ঠ আত্মীয়রা। এদিন হালকা হলুদ পোশাকে সেজেছিলেন প্রিয়াঙ্কা। নিকের পরনে ছিল সাদা চুড়ি পাঞ্জাবি। নিকের বাবা-মা ডেনিস এবং কেভিন জোনাস গোটা অনুষ্ঠানেই হাজির ছিলেন। তাদের পরনে ছিল ভারতীয় পোশাক।

আনুষ্ঠানিক বাগদানের পর হবু বর নিক জোনাস প্রিয়াঙ্কাকে সম্বোধন করেছেন, ‘ফিউচার মিসেস জোনাস’ নামে। টুইটারে তিনি লিখেছেন, ‘হবু মিসেস জোনাস! আমার হৃদয়, আমার ভালোবাসা।’ এরপর প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘হৃদয় ও আত্মা থেকে’ গ্রহণ করেছেন তাকে।

জানা গেছে, আলিয়া ভাট, প্রীতি জিনতা, অর্পিতা খানসহ একাধিক বলিউড তারকা নব দম্পতিকে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

বিডিপ্রেস/আরজে