BDpress

রিজভীর নেতৃত্বে বনানীতে বিএনপির ঝটিকা মিছিল

ক্রীড়া ডেস্ক

অ+ অ-
রিজভীর নেতৃত্বে বনানীতে বিএনপির ঝটিকা মিছিল
রাজধানীর বনানীতে শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ মিছিল হয়।

এ ব্যাপারে রুহুল কবির রিজভী বলেন, দলীয় চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে আমরা বনানী এলাকায় মিছিল করেছি। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ থেকে শুরু করে মিছিলটি কাকলী মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় তিনি আরও বলেন, যে মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়ার পর তাকে জেলে নেওয়া হয়েছিল, সে মামলায় তিনি জামিনে আছেন। অন্য অনেকগুলো বানোয়াট মামলায় তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা মিছিলে অংশ নেয়।

বিডিপ্রেস/আলী 

এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

রিজভীর নেতৃত্বে বনানীতে বিএনপির ঝটিকা মিছিল


রিজভীর নেতৃত্বে বনানীতে বিএনপির ঝটিকা মিছিল

এ ব্যাপারে রুহুল কবির রিজভী বলেন, দলীয় চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে আমরা বনানী এলাকায় মিছিল করেছি। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ থেকে শুরু করে মিছিলটি কাকলী মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় তিনি আরও বলেন, যে মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়ার পর তাকে জেলে নেওয়া হয়েছিল, সে মামলায় তিনি জামিনে আছেন। অন্য অনেকগুলো বানোয়াট মামলায় তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা মিছিলে অংশ নেয়।

বিডিপ্রেস/আলী