রোনালদোর অভাব অনুভব করা স্বাভাবিক: মার্সেলো
ক্রীড়া ডেস্ক

রবিবার জিরোনার ঘরের মাঠে তাদের ৪-১ গোলে হারিয়েছে রিয়াল। নেপথ্যে করিম বেনজেমারা জোড়া গোল। গত মৌসুমে এই মাঠেই জিরোনার বিরুদ্ধে হারতে হয়েছিল রিয়ালকে। এবারও ফিরে এসেছিল সেই আতঙ্ক। যখন ১৬ মিনিটে জিরোনাকে এগিয়ে দেন বোরহা গার্সিয়া। কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি আর ঘটতে দেয়নি রিয়াল। দু’টি পেনাল্টি মিলিয়ে ৪ গোল করে জয় তুলে নেয় স্প্যানিশ জায়েন্টরা।
তবে ম্যাচ শেষে মার্সেলো বলেছেন, ‘‘বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারের নাম রোনালদো। ওর অভাব অনুভব করাই তো স্বাভাবিক। কিন্তু বেল ও বেনজেমাকেও কিন্তু খারাপ বলা যাবে না।’’
বিডিপ্রেস/আলী
এ সম্পর্কিত অন্যান্য খবর

রোনালদোর অভাব অনুভব করা স্বাভাবিক: মার্সেলো

রবিবার জিরোনার ঘরের মাঠে তাদের ৪-১ গোলে হারিয়েছে রিয়াল। নেপথ্যে করিম বেনজেমারা জোড়া গোল। গত মৌসুমে এই মাঠেই জিরোনার বিরুদ্ধে হারতে হয়েছিল রিয়ালকে। এবারও ফিরে এসেছিল সেই আতঙ্ক। যখন ১৬ মিনিটে জিরোনাকে এগিয়ে দেন বোরহা গার্সিয়া। কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি আর ঘটতে দেয়নি রিয়াল। দু’টি পেনাল্টি মিলিয়ে ৪ গোল করে জয় তুলে নেয় স্প্যানিশ জায়েন্টরা।
তবে ম্যাচ শেষে মার্সেলো বলেছেন, ‘‘বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারের নাম রোনালদো। ওর অভাব অনুভব করাই তো স্বাভাবিক। কিন্তু বেল ও বেনজেমাকেও কিন্তু খারাপ বলা যাবে না।’’
বিডিপ্রেস/আলী