BDpress

ঋতুপর্ণের চরিত্রে প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক

অ+ অ-
ঋতুপর্ণের চরিত্রে প্রসেনজিৎ
ভারতীয় বাংলা চলচ্চিত্র, বিশেষত আর্ট ফিল্মে একটি অন্য মাত্রা যোগ করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। প্রয়াত এই গুণী শিল্পীর চরিত্রে টলিউড সুপার স্টার প্রসেনজিৎ অভিনয় করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও নিশপাল সিং। শিগগিরই কৌশিক ও প্রসেনজিৎ টিম ছবির অফিসিয়াল ঘোষণা করবেন বলেও জানা গেছে।

সম্প্রতি ঋতুপর্ণের জন্মদিন উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টকার্ডের ছবি পোস্ট করেন প্রসেনজিৎ। যাতে লেখা ‘জ্যেষ্ঠপুত্র’। পাশের পাতায় নাম রয়েছে ঋতুপর্ণ ঘোষের। আর নীচেই লেখা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। আর সবশেষে কৌশিক গঙ্গোপাধ্যায়।

জানা যায়, ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট জানিয়ে চিত্রনাট্য লিখছেন পরিচালক কৌশিক। যা তিনি বহুবার বলেছেন। শোনা যাচ্ছে, সেই চিত্রনাট্য লেখার কাজ শেষ। শিগগিরই শুরু হবে এই ছবির শ্যুটিং। যেখানে প্রসেনজিৎকে দেখা যাবে ঋতুপর্ণ ঘোষের চরিত্রে।
বিডিপ্রেস/আলী


এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

ঋতুপর্ণের চরিত্রে প্রসেনজিৎ


ঋতুপর্ণের চরিত্রে প্রসেনজিৎ

সম্প্রতি ঋতুপর্ণের জন্মদিন উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টকার্ডের ছবি পোস্ট করেন প্রসেনজিৎ। যাতে লেখা ‘জ্যেষ্ঠপুত্র’। পাশের পাতায় নাম রয়েছে ঋতুপর্ণ ঘোষের। আর নীচেই লেখা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। আর সবশেষে কৌশিক গঙ্গোপাধ্যায়।

জানা যায়, ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট জানিয়ে চিত্রনাট্য লিখছেন পরিচালক কৌশিক। যা তিনি বহুবার বলেছেন। শোনা যাচ্ছে, সেই চিত্রনাট্য লেখার কাজ শেষ। শিগগিরই শুরু হবে এই ছবির শ্যুটিং। যেখানে প্রসেনজিৎকে দেখা যাবে ঋতুপর্ণ ঘোষের চরিত্রে।
বিডিপ্রেস/আলী