BDpress

ফুলপুরে নিখোঁজ গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার

জেলা প্রতিবেদক

অ+ অ-
ফুলপুরে নিখোঁজ গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ গার্মেন্টসকর্মী ইসমাইল হোসেনের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার রূপসী ইউনিয়নের পাগলা গ্রাম থেকে মঙ্গলবার সন্ধ্যায় ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইসমাইলের ভাইকে আটক করেছে পুলিশ।

জানা যায়,সোমবার রাতে থেকে নিখোঁজ হন ইসমাইল হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় নিজ ঘরের পাশ থেকেই তার লাশ উদ্ধার করা হয়। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন লক্ষ্য করেন টয়লেটের পাশের গর্তে বালু উঠানো। এতে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গর্ত থেকে ইসমাইল হোসেনের লাশ উত্তোলন করে থানায় নিয়ে যায়। ইসমাইল হোসেন তার ৩ মেয়েসহ ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। একই উপজেলার কাতুলি গ্রাম নিবাসী শ্যালক সেকান্দরের সাথে তার জমি সংক্রান্ত বিরোধ ছিল। ওই বিরোধ মিটাতে মঙ্গলবার থানায় তাদের যাওয়ার হওয়ার কথা ছিল। তাই ৪ দিন আগে বাড়ি আসেন ইসমাইল হোসেন।

ফুলপুর অফিসার ইন-চার্জ (ওসি) একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল হোসেনের ভাইকে আটক করা হয়েছে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
বিডিপ্রেস/আলী


এ সম্পর্কিত অন্যান্য খবর

BDpress

ফুলপুরে নিখোঁজ গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার


ফুলপুরে নিখোঁজ গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার

জানা যায়,সোমবার রাতে থেকে নিখোঁজ হন ইসমাইল হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় নিজ ঘরের পাশ থেকেই তার লাশ উদ্ধার করা হয়। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন লক্ষ্য করেন টয়লেটের পাশের গর্তে বালু উঠানো। এতে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গর্ত থেকে ইসমাইল হোসেনের লাশ উত্তোলন করে থানায় নিয়ে যায়। ইসমাইল হোসেন তার ৩ মেয়েসহ ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। একই উপজেলার কাতুলি গ্রাম নিবাসী শ্যালক সেকান্দরের সাথে তার জমি সংক্রান্ত বিরোধ ছিল। ওই বিরোধ মিটাতে মঙ্গলবার থানায় তাদের যাওয়ার হওয়ার কথা ছিল। তাই ৪ দিন আগে বাড়ি আসেন ইসমাইল হোসেন।

ফুলপুর অফিসার ইন-চার্জ (ওসি) একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ইসমাইল হোসেনের ভাইকে আটক করা হয়েছে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
বিডিপ্রেস/আলী